সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– আসানসোলের কুলটিতে এক নিখোঁজ তরুণীর রহস্য মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল। মৃত তরুণীরর নাম মনিকা মণ্ডল। দু’দিন নিখোঁজ থাকার পর বাড়ির কাছেই একটি কুয়ো থেকে তার দেহ উদ্ধার হয়। মৃতার পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে।
মৃতার পরিবার সূত্রে জানা গেছে, সোমবার ভোররাত তিনটে নাগাদ কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যায় তরুণী। পরে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন এবং অন্যান্যরা তার খোঁজ শুরু করেন। কিন্তু তার কোনও সন্ধান না মেলানি। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা তরুণীর বাড়ির কাছেই একটি কুয়োয় তার মৃতদেহ ভাসতে দেখেন। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহটি কুয়ো থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
অন্যদিকে তরুণীর চটি এলাকার শুভম বাউড়ির বাড়ি থেকে উদ্ধার হওয়ায় ওই মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধে। পরিবার ও স্থানীয়দের দাবি ওই যুবকের সঙ্গে যুবতীর সম্পর্ক ছিল তরুণীর। কয়েকদিন আগে তার সঙ্গে ঝামেলা হয়। তারপরেই এই ঘটনা ঘটে।
তরুণীকে খুনের অভিযোগ তুলে শুভম সহ আরো তিনজনের গ্রেফতারের দাবিতে এদিন নিয়ামতপুর ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখান মৃতার পরিবার ও স্থানীয়রা।
অন্যদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত শুভম। পুলিশ দুজনকে আটক করে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করছে।





