eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে পড়ুয়াকে যৌন নির্যাতন ও আত্মহত্যার ঘটনায় ধৃত অভিযুক্ত

আসানসোলে পড়ুয়াকে যৌন নির্যাতন ও আত্মহত্যার ঘটনায় ধৃত অভিযুক্ত

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– অবশেষে আসানসোল রামকৃষ্ণ মিশনের নবম শ্রেণির ছাত্রের আত্মহত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ওই ছাত্রকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে তার ছবি তুলে রেখে ব্ল্যাকমেল করে টাকা আদায়ের অভিযোগ করেছিলেন মৃতের মা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ এবং রবিবার রাতে আসানসোল উত্তর থানার পুলিশ ইমরান শেখ নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে। সোমবার ধৃতকে আসানসোল আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

প্রসঙ্গতঃ, গত ২৯ মে আসানসোলের নিজের বাড়ি থেকে উদ্ধার হয়েছিলো আসানসোল রামকৃষ্ণ মিশনের নবম শ্রেণির ছাত্র সুদীপ মাজির ঝুলন্ত দেহ। কি কারণে সুদীপ এই ঘটনা ঘটিয়েছে, তা বুঝে উঠতে পারছিলো না তার পরিবার। পরে পড়ুয়ার পরিবারের সদস্যরা তার বন্ধুদের সঙ্গে কথা বলেন এবং সুদীপের মোবাইল ফোন খতিয়ে দেখা শুরু করেন। এরপরই যৌন নির্যাতন ও ব্ল্যাকমেলের বিষয়টি সামনে আসে।

মৃত স্কুল পড়ুয়ার মা জানান, গত জানুয়ারি মাসে আসানসোলের রেলপারের কসাইমহল্লার বাসিন্দা ইমরান শেখ নামে এক ব্যক্তি সুদীপকে রাস্তা থেকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর গাড়িতে তাকে মাদক খাইয়ে যৌন নির্যাতন করে এবং সেই ছবি নিজের মোবাইল ফোনে তুলে রেখে ব্ল্যাকমেল করে নিয়মিত টাকা আদায় করতে থাকে। শেষে এক পর্যায়ে সুদীপ জানিয়েছিল তার কাছ আর টাকা নেই। সে টাকা দিতে পারবেনা। কিন্তু ইমরান টাকা চেয়ে তার উপর চাপ দিতে থাকে। যে কারণে মানসিক চাপে পড়ে আত্মহত্যার পথ বেছে নেয় সুদীপ, দাবি মৃত পড়ুয়ার মায়ের।

যদিও, এদিন আসানসোল আদালতে পেশ করার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজেকে নির্দোষ বলে দাবি করে অভিযুক্ত ইমরান শেখ জানায়, তাঁকে মিথ্যে ঘটনায় ফাঁসানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments