eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে বেআইনি আগ্নেয়াস্ত্রের কারবার, আগ্নেয়াস্ত্র ধৃত ৩

দুর্গাপুরে বেআইনি আগ্নেয়াস্ত্রের কারবার, আগ্নেয়াস্ত্র ধৃত ৩

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে চলছিল বেআইনি আগ্নেয়াস্ত্রের কারবার। তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ির পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। শনিবার পুলিশি হেফাজত চেয়ে ধৃতদের মহকুমা আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে গত ৩০ নভেম্বর দুর্গাপুরের সিটিসেন্টার সংলগ্ন পলাশডিহা এলাকায় ফরিদপুরের বাসিন্দা পঙ্কজ পান্ডের সাথে বিহারের বাসিন্দা দিলখুশ পান্ডের আগ্নেয়াস্ত্র কেনাবেচা নিয়ে কথা কাটাকাটি চলছিল। তখনই গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ির পুলিশ হানা দেয় এবং দিলখুস পান্ডেকে হাতেনাতে ধরে ফেলে। অন্যদিকে পালাতে সক্ষম হয় পঙ্কজ পান্ডে। যদিও গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ফরিদপুর এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ পঙ্কজ পান্ডেকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এরপর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাপ্পু খান নামের আরও এক ব্যক্তির নাম জানতে পারে পুলিশ এবং ওই ব্যক্তিকেও দুর্গাপুরের মায়াবাজার এলাকা থেকে গ্রেফতার করে।

তদন্তে পুলিশ জানতে পেরেছে ধৃত বিহারের যুবক দিলখুশ পান্ডে দুর্গাপুরের ফরিদপুরের একটি ভাড়াবাড়িতে থাকতো এবং দুর্গাপুরের ফরিদপুরের বাসিন্দা পঙ্কজ পান্ডের সাথে আগ্নেয়াস্ত্র কেনাবেচা করত। আর ওই দুই যুবকের সাথেই থাকতো মায়াবাজারে পাপ্পু খান। এখন এই আগ্নেয়াস্ত্রের কারবার কতদূর ছড়িয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আপাপততঃ ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে দুর্গাপুর থানার পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments