eaibanglai
Homeএই বাংলায়যোগা ও অঙ্কন প্রতিযোগিতা হলো বালুরঘাটে

যোগা ও অঙ্কন প্রতিযোগিতা হলো বালুরঘাটে

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,বালুরঘাটঃ- দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পর আজও যুব সমাজের শারীরিক, নৈতিক ও মানসিক উন্নতিতে রাজ্যব্যাপী সুনামের সঙ্গে কাজ করে চলেছে বঙ্গীয় প্রাদেশিক জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ। তাদের উদ্যোগে গত ২৭ শে আগষ্ট থেকে রাজ্য জুড়ে জেলা ভিত্তিক স্বর্গীয় স্নেহেশ সূর স্মৃতি যোগাসন ও স্বর্গীয় শম্ভুনাথ মল্লিক স্মৃতি অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে। চলবে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত। ইতিমধ্যে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে এই প্রতিযোগিতা শেষ হয়েছে। ৩ রা সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, হুগলি জেলার পান্ডুয়া, উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়া ও হাওড়া জেলার উলুবেড়িয়াতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ দিনাজপুর জেলার জনপ্রিয় ‘বিংশ শতাব্দী’ ক্লাবের সহযোগিতায় ও বঙ্গীয় প্রাদেশিক জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের পরিচালনায় বালুরঘাটে জেলা ভিত্তিক অঙ্কন এবং যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ১৫০ জন ‘যোগা’-য় ও প্রায় ১০০ জন অঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। উৎসাহ দেওয়ার জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রত্যেক অংশগ্রহণকারীর হাতে মেমেণ্টো ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক সোমনাথ দত্ত ও সঙ্ঘের সকল সদস‍্য-সদস্যা। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার রাজ্য সম্পাদিকা তৃপ্তি প্রামাণিক, যুগ্ম সম্পাদক নয়ন ভট্টাচার্য, সহ-সম্পাদিকা তথা হুগলি জেলার সভাপতি মন্দিরা মুখার্জ্জী এবং সংস্থার আজীবন সদস্যা রোজী মুখার্জ্জী।

প্রসঙ্গত বঙ্গীয় প্রাদেশিক জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের কর্মকাণ্ডকে রাজ্যজুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য নিজেদের বয়সকে উপেক্ষা করে গত কয়েক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তৃপ্তি প্রামাণিক ও মন্দিরা মুখার্জ্জী। প্রতিটি জেলায় পাশে পেয়েছেন একদল উদ্যমী মানুষকে।

‘বিংশ শতাব্দী’ ক্লাবের প্রত্যেক সদস্য-সদস্যা ও কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করে মন্দিরা দেবী বললেন – এদের অক্লান্ত পরিশ্রমের জন্যই এতবড় একটা অনুষ্ঠান সাফল্য লাভ করল। তিনি আগামী দিনেও সবার সহযোগিতা প্রার্থনা করেন।

সংস্থার পক্ষ থেকে জানা যাচ্ছে কিছু দিনের মধ্যেই অবশিষ্ট জেলাগুলোতে এই প্রতিযোগিতা হবে। বিভিন্ন জেলার বিজয়ীদের নিয়ে অক্টোবর মাসের ২ তারিখে রাজ্যস্তরের প্রতিযোগিতা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments