সংবাদদাতা,বাঁকুড়াঃ– এবার মাওবাদীদের ডাকা বনধে ব্যাপক প্রভাব পড়ল বাঁকুড়ার জঙ্গল মহলে। প্রভাব পড়েছে বিশেষ করে পরিবহণ ক্ষেত্রে। বৃহস্পতিবার সকাল থেকে বাঁকুড়া গোবিন্দনগর থেকে জঙ্গল মহলগামী ঝাড়গ্রামগামী কোন বাস ছাড়েনি। ফলে চরম সমস্যায় পড়েন সাধারণ যাত্রীরা।
বাস স্ট্য়ান্ড গিয়ে জানা গেল বাঁকুড়া-ঝাড়গ্রাম ভায়া তালডাংরা রুটের কোন বাসচলাচল করছেনা। এক বাসকর্মী বিশ্বনাথ দাস জানান, মাওবাদীরা বনধ ডেকেছে, তাই কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই রুটে বাস বন্ধ রাখা হয়েছে। এক বাস চালক নুপূর ঘোষ জানান, গতকাল রাতেই তারা মাওবাদীদের বনধ ডাকার বিষয়টি জানতে পারেন। তাই ভয়ে আর ওই রুটে বাস নামাননি।
অন্যদিকে হঠাৎ করে বাস পরিষেবা বন্ধ করে দেওয়ায় এদিন ব্যাপক সমস্যায় সম্মুখীন হন সাধারণ যাত্রীরা। অনেকেই বাসস্ট্যান্ডে এসে জানতে পারেন বাস চলছে না। ফলে অনেকেই গন্ত্যব্যে পৌঁছতে পারেননি। বিশ্বনাথ নাগ নামে এক যাত্রী জানান, খুব জরুরি প্রয়োজনে তাঁকে মটগোদার বাড়িতে যেতে হবে। এদিকে বাসস্ট্যান্ডে এসে জানতে পারেন ওই রুটে কোনও বাস চলছে না।