eaibanglai
Homeএই বাংলায়ট্রাফিক আইন ভাঙ্গকারীদের জরিমানা না করে হাঁটানো হল র‌্যালিতে

ট্রাফিক আইন ভাঙ্গকারীদের জরিমানা না করে হাঁটানো হল র‌্যালিতে

সংবাদদাতা,বাঁকুড়াঃ– ট্রাফিক আইন ভাঙ্গকারীদের ফাইন বা জরিমানা না করে এক অভিনব উপায় অবলম্বন করতে দেখা গেল বাঁকুড়ার কোতুলপুর ট্রাফিক গার্ডের ওসি অলকেশ পতিকে। ট্রাফিক আইন ভাঙ্গকারীদের সেভ ড্রাইভ সেফ লাইফের জ্যাকেট পরিয়ে পাঁচ কিলোমিটার হাঁটানো হল সচেতনতা র‌্যালিতে।

আসলে আজ কোতুলপুরের গোপীনাথপুর সরোদ বাসিনি হাইস্কুলে, ট্রাফিক ওসির নেতৃত্বে চলছিল ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি। স্কুলের পড়ুয়াদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা র‌্যালির। আর স্কুলের পাশেই চলছিল কোতুলপুর ট্রাফিক পুলিশের নেতৃত্বে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান। এদিন হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহীদের আটক করা হয়। তবে জরিমানা ধার্য না করে তাদের পড়িয়ে দেওয়া হয় ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ লেখা জ্যাকেট। এবং স্কুলের পড়ুয়াদের সঙ্গে সচেতনতা র‌্যালিতে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে ওই স্কুল সংলগ্ন রাস্তায় বহুবার দুর্ঘটনা ঘটেছে। প্রাণহানীর মতো ঘটনাও ঘটেছে। তাও হুঁশ ফেরেনি সাধারণ মানুষের। তাই স্কুলের পড়ুয়াদের নিয়ে এলাকার মানুষ তথা সাধারণ যাত্রীদের সচেতন করার সিদ্ধান নেন কোতুলপুর ট্রাফিক গার্ডের ওসি অলকেশ পতি। প্রসঙ্গত এর আগেও একই কায়দায় ট্রাফিক আইন ভাঙ্গকারীকে জরিমানা হিসেবে রোদের মধ্যে দাঁড়ি করিয়ে ট্রাফিক সামলানোর দায়িত্ব দিতেও দেখা গেছে কোতুলপুর ট্রাফিক গার্ডের ওসিকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments