eaibanglai
Homeএই বাংলায়মাধবডিহিতে পালিত হলো রাখী বন্ধন উৎসব

মাধবডিহিতে পালিত হলো রাখী বন্ধন উৎসব

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, পূর্ব বর্ধমানঃ- গত চার বছরের মত এবছরও পথ চলতি মানুষের হাতে রাখী পড়িয়ে দিয়ে ‘রাখী বন্ধন’ উৎসব পালন করল মাধবডিহি থানার সুন্দরপুর গ্রাম।

১২ ই আগষ্ট সকাল থেকেই ছিল সাজ সাজ রব। সৃজনী সাংস্কৃতিক সংস্হার জয়দেব, উজ্জ্বল দেবু, পাপু, অর্চিতা, অর্পিতা, অঙ্কিতা, মেঘা সহ অন্যান্য সদস্যরা একে একে হাজির হতে থাকে গ্রামের দুর্গা মন্দিরের সামনে। একইসঙ্গে প্রবীণ সদস্যরাও ছিলেন। হাতে ছিল রাখী ও চকোলেট। তারপর পথ চলতি সাধারণ মানুষ, সাইকেল, মোটরসাইকেল, লরি, মোটর ভ্যান, টোটো সহ অন্যান্য গাড়ির চালকদের হাতে পড়িয়ে দেওয়া হয় রাখী ও হাতে তুলে দেওয়া হয় চকোলেট।

লরির চালক জাকির সেখ বললেন – এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। পেটের দায়ে অন্যান্য দিনের মত লরি নিয়ে বেরিয়েছিলাম। জানতাম সুন্দরপুর গ্রামের বাচ্চা বাচ্চা মেয়েরা হাতে রাখী পড়াবেই। যখন ওরা হাতে রাখী পড়িয়ে দিচ্ছিল খুব আনন্দ হচ্ছিল। বাড়তি পাওনা ছিল ওদের নিষ্পাপ হাসি।

ক্লাব সম্পাদক শিশির মালিক বললেন – রাখী বন্ধন উৎসব সৌভ্রাতৃত্বের প্রতীক, মিলনের প্রতীক। ধনী-দরিদ্র, জাতি-ধর্ম নির্বিশেষে প্রত্যেকের হাতেই রাখী পড়িয়ে দেওয়ার জন্য আমরা গত কয়েক বছর ধরেই এই দিনটি পালন করে চলেছি। প্রায় পাঁচশ পথ চলতি মানুষের হাতে আমরা রাখী পড়িয়ে দিয়েছি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments