সংবাদদাতা, বাঁকুড়াঃ- লক্ষ্মীপুজোর সকালে গ্রামের ছেলেকে চির বিদায় জানাল গ্রামবাসী। গ্রামজুড়ে নামল শোকের ছায়া। ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের চাদরা গ্রামের। প্রসঙ্গত দিন কয়েক আগে ডিউটি সেরে বাইকে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত হন চাদরা গ্রামের বাসিন্দা, পেশায় সিভিক ভলান্টিয়ার বছর ৩৫-এর সৌমেন নেম। স্থানীয় সূত্রে জানা গেছে জয়পুরের দিকে কোন এক জায়গায় ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন তিনি। পথে গাড়ির ধাক্কায় পড়ে যান ওই যুবক এবং গুরুতর চোট পান। স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।
অন্যদিকে ওই সিভিক ভলান্টিয়ারের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় লক্ষ্মীপুজোর সকালে শোকের ছায়া নামে চাদরা গ্রামে। বাড়িতে মা, বাবা ছড়াও ওই যুবকের স্ত্রী ও পাঁচ বছরের কন্যা সন্তান রয়েছে। লক্ষ্মী পুজোর সকালে মৃত সিভিক ভলান্টিয়ারকে পুষ্প মালা ও স্যালুট দিয়ে চির বিদায় জানান জয়পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাম নারায়ন পাল ও জয়পুর থানার এসআই আশীষ কুমার সেন সহ একাধিক আধিকারিক থেকে শুরু করে সহকর্মীরা। গ্রামের ছেলেকে শেষ বিদায় জানাতে ভিড় জমায় গ্রামের মানুষও।
