eaibanglai
Homeএই বাংলায়কোজাগরী পূর্ণিমায় দেবী লক্ষ্মীর পাশাপাশি পূজিত হন গজরাজও

কোজাগরী পূর্ণিমায় দেবী লক্ষ্মীর পাশাপাশি পূজিত হন গজরাজও

সংবাদদাতা, বাঁকুড়াঃ- সবুজ দিগন্ত জোড়া ধানের ক্ষেত, মেঠো রাস্তা আর সবুজে ঘেরা বাঁকুড়ার রামকানালি গ্রাম। শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা গ্রামের এই প্রকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে। এ যেন সেই ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট গ্রাম। কিন্তু জঙ্গল লাগোয়া এই গ্রামের বাসিন্দাদের অশান্তির কারণ দাঁতালের হামলা। বুনো হাতির হামলায় প্রায় ক্ষয় ক্ষতি হয় শস্য ও ঘরবাড়ির। ফি বছর হাতির হানায় ক্ষতিগ্রস্থ হয় বিঘের পর বিঘে জমির ফসল। তাই কার্তিক মাসের কোজাগরী পূর্ণমায় যখন সারা বাংলার ঘরে ঘরে দেবী লক্ষ্মী পূজিতা হন তখন রামকানালি গ্রামের বাসিন্দারা দেবী লক্ষ্মীর পাশাপাশি পুজো করেন গজরাজেরও। হাতিম হামলা থেকে নিস্তার পেতেই এই ব্যতিক্রমী পুজো। মা লক্ষ্মী গজলক্ষ্মী, তাঁর বাহন গজ অর্থাৎ হাতি। গ্রামবাসীরা জানালেন প্রায় ১২৪ বছর ধরে এই গজলক্ষ্মীর আরাধনা করে আসছেন এই গ্রামের বাসিন্দা। এখনও সেই ঐতিহ্য বহন করে চলেছেন গ্রামের বর্তমান প্রজন্ম।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments