eaibanglai
Homeএই বাংলায়অনুব্রত-কন্যা প্রসঙ্গে দিলীপ ঘোষ

অনুব্রত-কন্যা প্রসঙ্গে দিলীপ ঘোষ

সংবাদদাতা,বাঁকুড়াঃ- একাধিক দুর্নীতি মামলায় রাজ্যের শাসক দলের দুই নেতা মন্ত্রী ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। এরই মধ্যে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ের বিরুদ্ধে টেট পরীক্ষা না দিয়েই প্রাথমিক স্কুলে শিক্ষিকার চাকরির পাওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবারই অনুব্রত-কন্যাকে আদালতে তলব করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর বুধবার অনুব্রত কন্যা সম্পর্কে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, শুধু অনুব্রত মণ্ডলের মেয়ে নয়, শাসকদলের সবাই দুর্নীতিগ্রস্ত। সবে জেরা শুরু হয়েছে। আশা করছি আগামী দিনে সবাইকেই জেরা করা হবে।

প্রসঙ্গত এদিন দলীয় কর্মসূচিতে যোগ দিতে দুর্গাপুর যাওয়ার পথে,বাঁকুড়া ধলডাঙ্গা মোড়ে বিজেপি কর্মী সমর্থকদের সাথে দেখা করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সেখানে দলের সহ-সভাপতিকে উত্তরীয় এবং ফুলের মালা দিয়ে বরণ করে নেন দলীয় কর্মকর্তারা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন মেদিনীপুরের সাংসদ ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments