eaibanglai
Homeএই বাংলায়তৃণমূল নেতার অবৈধ নির্মাণ ভাঙলো বনদপ্তর

তৃণমূল নেতার অবৈধ নির্মাণ ভাঙলো বনদপ্তর

সংবাদদাতা,বাঁকুড়াঃ– বিষ্ণুপুরে তৃণমূল নেতার অবৈধ নির্মাণ ভাঙলো বনদপ্তর। আর এই অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বিষ্ণুপুর ব্লকের মরার গ্রাম পঞ্চায়েতের চৌকানগ্রাম সদস্য মিত্তন লোহার নামের এক স্থানীয় তৃণমূল নেতা দক্ষিণ মগড়ায় বিষ্ণুপুর বনদপ্তরের জায়গায় একটি অবৈধভাবে নির্মাণ করছিল বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে তৎপর হয় বনদপ্তর এবং একাধিকবার তাকে নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হয়। অভিযোগ তা সত্ত্বেও রাতের অন্ধকারে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন ওই নেতা। অবশেষে শনিবার বনদপ্তরের পক্ষ থেকে ওই অবৈধ নির্মাণ ভেঙ্গে দেওয়া হয়। তারপরই ওই অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা।

বিষ্ণুপুর সাংগঠনিকের জেলা বিজেপির সহ-সভাপতি দেবপ্রিয় বিশ্বাস বলেন, মুখ্যমন্ত্রীর কাছে অনুপ্রেরণা পেয়ে এইখানে তৃণমূল নেতারা ভেস্ট ল্যান্ড দখল করছে। পাশাপাশি তাঁর দাবি যেহেতু পঞ্চায়েত নির্বাচনে আসছে তাই প্রসাশন স্বচ্ছতা দেখানোর জন্য এবং ওদের দলে নিজেদের মধ্যে কোন বিষয়ে কোন্দল হয়েছে তাই ওই অবৈধ নির্মাণ ভেঙে দেওযা হয়েছে।

অন্যদিকে বিষ্ণুপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব মাল বলেন, মিত্তন লোহার ওই জায়গাটিতে বহুদিন ধরেই বসতি করছে এখন নতুন করে চালা তৈরি করছিল। যদিও আমাদের দল তা সাপোর্ট করেনি। আমাদের দল বনদপ্তরকে ডেকে চালাটি ভাঙ্গা করিয়েছে। তৃণমূল কংগ্রেস যে কোনও অন্যায়কে সাপোর্ট করে না এটি তার একটি জ্বলন্ত উদাহরণ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments