eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ায় রাজপুত আর্য-ক্ষত্রিয় সমাজের মিলনী সভা

বাঁকুড়ায় রাজপুত আর্য-ক্ষত্রিয় সমাজের মিলনী সভা

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ– গত ২৪ সেপ্টেম্বর রবিবার বাঁকুড়ার অনিল সিংহ-এর রাঙামাটির ‘পুষ্পালয়’ ভবনে রাজপুত আর্য-ক্ষত্রিয় সমাজের বাঁকুড়া জেলা সংগঠনের উদ্যোগে এক সুন্দর মিলনী সভা অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অঙ্কিতা সিংহ। মধুর স্ত্রোত্র ধ্বনি গেয়ে সভায় অনুরণনের সৃষ্টি করেন সোমা সিংহ। সেই অনুরণনের মধ্যে দিয়েই প্রদীপ প্রজ্জ্বলন করে সভার শুভারম্ভ করেন কেন্দ্রীয় সভাপতি প্রদ‍্যোত সিংহ রায়। সভার পৌরোহিত‍্য করেন স্থানীয় বিশিষ্ট চিকিৎসক ডাঃ হরিসাধন সিংহ। তাৎপর্য পূর্ণ এবং সাংগঠনিক বক্তব‍্য রাখেন প্রাক্তন শিক্ষক সমীর কুমার সিংহ সহ সুকুমার (কালু) সিংহ, অসিত সিংহ, দোলন সিংহ প্রমুখরা। কেন্দ্রীয় সংগঠনের পক্ষে বক্তব‍্য রাখেন প্রদ‍্যোত সিংহ রায়, সুব্রত সিংহ রায়। সভাকে গৌরবান্বিত করে ক্ষত্রিয় জাতির পরিচয় তুলে ধরেন উত্তমাশ্রমের শ্রদ্ধেয় সাধু হরিমহারাজ।

সভায় বক্তৃতার ফাঁকে অঙ্কিতার সুন্দর গান ও রাজিনার অপূর্ব আবৃত্তি উপস্থিত সকলকের মন জয় করে নেয়। পাশাপাশি দৃষ্টিহীন গায়ক কাজল কুমার ঘোষের গান সকলকে মুগ্ধ করে।

স্বজাতীয়দের সঙ্গে মিলনের পাশাপাশি এই সভার অন্যতম বিশেষ উদ্দেশ্য ছিল চল্লিশ জন স্বজাতীয়া নারীর হাতে পূজা উপহার হিসাবে শাড়ি তুলে দেওয়া। কয়েক জান বাদে সকলের হাতে শাড়ি উপহার তুলে দেওয়া হয়। যারা এদিনের অনুষ্ঠানে উপহার নিতে হাজির হতে পারেননি তাদের উপহার গুলি তাদের নিকট পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় বলে জানান উদ্যোক্তারা।

এদিনের সভার সাফল‍্যের জন‍্য জেলা সভাপতি শ‍্যামসুন্দর সিংহ এবং কার্যকরী সভাপতি পাঁচুগোপাল সিংহ সহ তাঁদের সহযোগীরা ও নবগ্রামের কৃষ্ণপ্রসাদ সিংহ, ধানসোল(বড়জোড়া)-র সঞ্জয় সিংহের ধন্যবাদ প্রাপ্য। পাশাপাশি সিংহ পরিবারের তরুণ সদস্য স্বপন কুমার, উজ্জ্বল কুমার, হেমন্ত(কানাই), চন্দ্র, রুদ্রদীপ, সূর্যদীপদের সভায় আগত সদস‍্য ও অতিথিদের আপ‍্যায়ণ আর পরিবেশন সকলের মন কাড়ে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments