eaibanglai
Homeএই বাংলায়পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষ্যে শহরে রক্তদান শিবির

পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষ্যে শহরে রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– মঙ্গলবার পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০৪ তম জন্মদিবস উদযাপন উপলক্ষে শহর দুর্গাপুরে আয়োজিত হল ২টি রক্তদান শিবির ও আলোচনা সভার।

প্রথম অনুষ্ঠান তথা রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় দুর্গাপুর মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় সিটিসেন্টারে এমপাওয়ারমেন্ট হাউসের হলে। শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ এ রহমান ও বিশিষ্ট আইনজীবী সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ, রাজেশ পালিত, আয়ূব আনসারী, সুলতা দাস,সুব্রত সিংহ,ক্রীড়া সংগঠক স্বস্তিকা ব্যানার্জি সহ অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিবিরটি ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির মূর্ত প্রতীক। এখানে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবরে ৪ জন মহিলা সহ মোট ৩৩ জন রক্তদান করেন। যাদের মধ্যে ছিলেন দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক অসীমানন্দ মণ্ডল সহ ৪জন আইনজীবী। আসানসোল জেলা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে। শিবির শেষে আয়োজক সংগঠনের হাতে শংসাপত্র ও ব্লাড ডোনার্স ফোরামের শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

দ্বিতীয় অনুষ্ঠান তথা রক্তদান শিবিরটি অনুষ্ঠি হয় সনকা এডুকেশনাল ট্রাস্টস গ্রুপ অফ ইনস্টিটিউশনের উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় মলানদিঘীতে অবস্থিত কলেজ প্রাঙ্গনে। এই শিবিরে প্রবল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে কলেজের ছাত্র ছাত্রীরা ও শিক্ষক শিক্ষিকারা রক্তদান করেন। শিবিরে ১৮ জন মহিলা সহ মোট ৬০ জন রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনকা এডুকেশনাল ট্রাস্ট গ্রুপ অফ ইনস্টিটিউশনের ডিরেক্টর ডঃ সৈকত চ্যাটার্জী, রেজিস্ট্রার ডঃ স্নিগ্ধাদীপ ঘোষ, চেয়ারম্যান শিবপ্রসাদ দত্ত, সিইও ইন্দ্রনীল মল্লিক, অধ্যাপক অভিষেক দে প্রমুখ। এখানেও শিবির শেষে আয়োজক সংগঠনের হাতে শংসাপত্র ও ব্লাড ডোনার্স ফোরামের শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

এর পাশাপাশি এদিন পাণ্ডবেশ্বরের সুমন ম্যারেজ হলে দি মিশনের উদ্যোগে এবং পশ্চিম বর্ধমান ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় সদ্ভাবনা সম্মিলনি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটির সভাপতিত্ব করেন মাধব ঘোষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments