eaibanglai
Homeএই বাংলায়‘পুষ্পা ২: দ্য রুল’এ বাঁকুড়ার যোগ

‘পুষ্পা ২: দ্য রুল’এ বাঁকুড়ার যোগ

সংবাদদাতা,বাঁকুড়াঃ- পুষ্পার ঝড়ে তোলপাড় সিনেমা প্রেমীরা। ‘পুষ্পা ২: দ্য রুল’ নিয়ে রীতিমতো হৈ চৈ পড়ে গেছে সিনেমা মহলে। চলতি মাসের একদম গোড়াতেই মুক্তি পেয়েছে এই ছবি। আর মাত্র ৬ দিনেই ‘বাহুবলী ২’ছবিটির রেকর্ড ভেঙে ১০০০ কোটির গণ্ডি পার করে দিয়েছে। ‘পুষ্পা ২’ এর জনপ্রিয়তার এটি একটি নগন্য নজির। বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। সাধারণ দর্শকদের পাশাপাশি বলি টলি তারকাদেরও মন কেড়েছে দক্ষিণী তারকা অল্লু অর্জুনের অভিনয়।

আর এই নজিড় গড়া ছবির সঙ্গে যোগ রয়েছে বাঁকুড়ার। কি? অবাক হচ্ছেন, তাহলে শুনুন। বাঁকুড়ার কন্যা গেয়েছেন ‘পুষ্পা ২’এর গান। গানের নাম ‘পিলিংস’। এই সিনেমাতেই বাঁকুড়ার কিংবদন্তি “লাল পাহাড়ির দ্যাশে যা” এর স্রষ্টা ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তীর কন্যা অর্পিতা চক্রবর্তী একদম মুখ্য গায়িকা হিসেবে পুষ্পা ২ এর বাংলা ডাবিং এর “পিলিংস” গানটি গেয়েছেন। গান লিখেছেন শ্রীজাত, সুর করেছেন দক্ষিণের সুপার হিট দেবী শ্রী প্রসাদ। আর গেয়েছেন বাঁকুড়ার কন্যা অর্পিতা চক্রবর্তী এবং তিমির বিশ্বাস।

বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ে একদম বাঁকুড়ার গান শুনে এবং চর্চা করে বড় হয়েছেন অর্পিতা। বাঁকুড়ার ভাদু,টুসু,বাউল, লোকগীতি এবং ভোর বেলার সংকীর্তন গেয়ে এবং শুনে করেছেন রেওয়াজ। ছোট থেকে অর্পিতা চক্রবর্তী বড় হয়েছেন তাঁর বাবার আদর্শে। ছোট্ট অর্পিতা যখন বাবাকে সুর করে গান লিখে মঞ্চস্থ করতে দেখতেন তখন একটি সুপ্ত অনুপ্রেরণা পেতেন বলে জানিয়েছেন।

কলকাতার রবীন্দ্রভারতী থেকে লোকগান নিয়ে মাস্টার্স করেছেন অর্পিতা চক্রবর্তী। এরপর ঝুমুর গান নিয়ে পিএইচডি করেন তিনি। সংগীতের বিভিন্ন ধারা এবং লোকগীতি সম্পর্কে গভীর পড়াশোনা অর্পিতার। এরপর কলকাতার মতো ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছেন। কিন্তু দক্ষিণের ব্লকবাস্টার, কোটি কোটি টাকা বাজেটের ‘পুষ্পা ২’-এ গান গেয়ে গোটা বাঁকুড়ার হয়ে একটি দাগ কেটে দিলেন তিনি। যা বাঁকুড়ার জন্য স্মরণীয় হয়ে থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments