eaibanglai
Homeএই বাংলায়সোনার গহনা পরিষ্কারের নামে গয়না চুরি, বড়সড় সাফল্য পুলিশের

সোনার গহনা পরিষ্কারের নামে গয়না চুরি, বড়সড় সাফল্য পুলিশের

সংবাদদাতা,বাঁকুড়াঃ– গত কয়েক দিন ধরে বাঁকুড়া জেলার বিভিন্ন থানা এলাকার পাশাপাশি তালডাংরা থানা এলাকায় সোনার গহনা পরিষ্কার করে দেওয়ার নামে মহিলা ও বৃদ্ধদের ঠকিয়ে সোনার গহনা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠছিল এক দুষ্কৃতীর দলের বিরুদ্ধে। এবার সেই ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল তালডাংরা থানার পুলিশ। সোনা চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার এক সাংবাদিক বৈঠকে করে খাতড়ার মহকুমা পুলিশ আধিকারিক কাশিনাথ মিস্ত্রী জানান, সোনা পরিষ্কারের নামে চুরির একাধিক অভিযোগ পেয়ে তৎপরতা শুরু করে পুলিশ। দুষ্কৃতীদের ধরতে নাকা চেকিং শুরু হয়। এরই মধ্যে গত মঙ্গলবার বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্যসড়কের উপর বটতলাতে নাকা চেকিং-এর সময় একটি আগ্নেয়াস্ত সহ সন্দেহভাজন দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করে তালডাংরা থানার পুলিশ। এবং তাদের গত দুদিন ধরে টানা জেরা করার পর অভিযুক্তরা এলাকায় সোনার গহনা পরিষ্কার করার নাম করে গহনা চুরির কথা স্বীকার করে নেয় বলে দাবি পুলিশের। অভিযুক্তদের এক জনের নাম মিথিলেশ কুমার শ, বাড়ি বিহারের পুর্নিয়া জেলায়। অন্য জনের নাম রোহিত কুমার শ, বাড়ি পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া থানা এলাকায়।

এদিন খাতড়ার মহকুমা পুলিশ আধিকারিক এলাকার সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলেন, এই ধরনের সোনার গহনা পরিষ্কার করে দেওয়ার নাম করে বাড়িতে কেউ এলে তাদের প্রলোভনে পা না দিয়ে দ্রুত পুলিশকে বিষয়টি জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments