সংবাদদাতা,বাঁকুড়াঃ- এবার বিজেপি বিধায়কদের ‘ওঝার ঝাড়ন’ দিয়ে দামোদরের জলে ভাসিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি সুব্রত দত্ত। সোনামুখীর কোচডিহিতে দলীয় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ওন্দা ও সোনামুখীর দুই বিজেপি বিধায়ক অমরনাথ শাখা, দীবাকর ঘরামি দের নাম করে বলেন, “ওনারা দূয়ারে দূতকে ভূত বলছেন। এই ভূত আপনাদের মাথায় চড়বে। আর গ্রাম বাংলায় ওঝার ঝাড়ন প্রচলিত আছে। পঞ্চায়েত ভোটে ওঝার ঝাড়ন দেওয়ার জন্য যুব সমাজ তৈরি আছে। এবার পঞ্চায়েতে ঝাড়ন ঝেড়ে দামোদরে ভাসানোর পক্রিয়াটা গণতান্ত্রিক পক্রিয়ায় করে দেব।”
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও তিনি নিজের বক্তব্যে অনড় থাকেন। গ্রামবাংলার উদাহরণ হাজির করে তিনি বলেন, ‘ভূত চেপেছে। এদের ভূতের ঝাড়ন দেবো। এঁদের নিরঞ্জন করার সময় চলে এসেছে।
বিষয়টি নিয়ে পাল্টা তোপ দাগতে ছাড়েননি ওন্দা ও সোনামুখীর দুই বিজেপি বিধায়ক। সোনামুখীর বিধায়ক দীবাকর ঘরামি বলেন, আপনারা পুলিশের সাহায্য না নিয়ে পঞ্চায়েত ভোট করুন। কে কাকে ভাসাবে দেখা যাবে। অন্যদিকে যুব তৃণমূল সভাপতি এলাকায় অবৈধ বালি খাদানের সঙ্গে যুক্ত বলে পাল্টা তোপ দাগেন ওন্দার বিধায়ক অমরনাথ শাখা ।