eaibanglai
Homeএই বাংলায়টাকার বিনিময়ে পঞ্চায়েতে টিকিট দেওয়ার অভিযোগে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব

টাকার বিনিময়ে পঞ্চায়েতে টিকিট দেওয়ার অভিযোগে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব

সংবাদদাতা, বাঁকুড়া:- এবার টাকার বিনিময়ে পঞ্চায়েতে টিকিট দেওয়ার অভিযোগ নিয়ে অন্তর্দ্বন্দ্বের ছবি উঠে এল শাসক দলে। বাঁকুড়ার মেজিয়ায় খোদ শাসকের দলের সভাপতির বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। যা নিয়ে সরব হয়েছে দলেরই একাংশ।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজার পর থেকে বিরোধীরা মনোনয়ন পত্র জমা দেওয়ার বিষয়ে এগিয়ে থাকলেও শাসক দল এখনো মনোনয়ন পত্র জমা করেনি বাঁকুড়ার মেজিয়ায়। এরই মধ্যে তৃণমূলের মেজিয়া ব্লক সভাপতি এবং বাঁকুড়া জেলা তৃণমূলের সভাপতি টাকার বিনিময়ে পঞ্চায়েতে টিকিট দিচ্ছেন বলে অভিযোগ তুলে পথে নামল শাসক দলের একটা বৃহৎ অংশ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে ব্যানার তৈরি করে বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের সভাপতির অপসারণের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে তারা। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েছে দলীয় নেতৃত্ব।

যদিও তৃণমূলের ব্লক সভাপতি জন্মেজয় বাউরি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার পাল্টা দাবি যদি কেউ টাকা দিয়ে টিকিক দেওয়ার অভিযোগ প্রমান করতে পারে তাহলে তিনি সমস্ত শাস্তি মাথা পেতে নেবেন। তবে বিষয়টি নিয়ে দলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করলেও দলেরই কিছু লোক যে তার বিরুদ্ধে অভিযোগ করে প্রতিবাদে সরব হয়েছেন তা মেনে নিয়েছেন জন্মেজয়বাবু। উল্টে তার দাবি কিছু দুষ্কৃতীরা প্রতিবাদের নামে দলকে কলঙ্কিত করার চেষ্টা করছে। যারা দলের নাম করে কামানোর চেষ্টা করে তারাই এই প্রতিবাদে সামিল হয়েছে।

অন্যদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিজেপির মেজিয়ার মণ্ডল সভাপতি বিপদতারণবাবু বলেন, এরা দলের কর্মীদের কথা ভাবে না এরা সাধারণ মানুষের কথা কীকরে ভাববে। এটাই তৃণমূল দল, এরই নবজোয়ার চলছে। কে কোন এলাকা দখল করে কত টাকা রোজগার করতে পারবে তা নিয়েই ওদের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। কারণ তৃণমূল দলটা আসলে একটা রোজগারের জায়গা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments