eaibanglai
Homeউত্তর বাংলামনোনয়ন ঘিরে অশান্তি রুখতে জারি হল ১৪৪ ধারা

মনোনয়ন ঘিরে অশান্তি রুখতে জারি হল ১৪৪ ধারা

এই বাংলায় ওয়েবডেস্কঃ– পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে অশান্তি এড়াতে কড়া পদক্ষেপ গ্রহণ করল রাজ্য নির্বাচন কমিশন। সোমবার থেকেই মনোনয়ন কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে কমিশন। এই মর্মে রবিবার রাতেই রাজ্যের সমস্ত জেলা শাসক ও পুলিশ সুপারদের কাছে নির্দেশিকা পাঠানো হয়।

নির্দেশিকায় বলা হয়েছে, মনোনয়ন কেন্দ্রের ১ কিলোমিটার ব্যাসার্ধে জারি করতে হবে ১৪৪ ধারা ও নিষিদ্ধ করতে হবে জমায়েত। বেলা ১১টা থেকে ৩টে পর্যন্ত এই বিধি কার্যকর থাকবে। এছাড়া অনেককে নিয়ে মনোনয়ন পেশ করতে দেওয়া যাবে না। প্রার্থীর সঙ্গে এক জন সহযোগীকে মনোনয়ন কেন্দ্রের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ১২ জুন সোমবার থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত তা বহাল থাকবে।

প্রসঙ্গত, বুধবার রাজ্য নির্বাচন কমিশনের নতুন কমিশনার হিসেবে রাজীব সিনহা দায়িত্ব নেওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে অর্থাৎ বৃহস্পতিবারই পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা করা হয়। আর শুক্রবার থেকেই মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়। এদিকে আচমকা এই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা ও মনোয়ন জমা দেওয়ার সময় নিয়ে আপত্তি তোলেন বিরোধীরা। এমনকী নির্বাচন ঘোষণার আগে সর্বদলীয় বৈঠক ডাকা হয়নি বলেও অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বিজেপি-কংগ্রেস জোড়া মামলা করেছে কলকাতা হাইকোর্টে।

অন্যদিকে, নির্বাচন ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার ঘটনার খবর আসতে থাকে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা সহ রাজ্যের নানান জেলায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটে। এমনকি মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনের ঘটনাও সামনে আসে। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের প্রায় সব প্রান্তেই মনোনয়ন নিয়ে অশান্তি শুরু হয়। প্রশ্ন ওঠে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েও। এরপরই মনোনয়ন ঘিরে কড়া পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments