eaibanglai
Homeএই বাংলায়কলকাতার গুরুদাস কলেজে দুই দিনের বইমেলা

কলকাতার গুরুদাস কলেজে দুই দিনের বইমেলা

সঙ্গীতা চৌধুরী: – কলকাতায় দুই দিনের বই মেলা হবে গুরুদাস কলেজে। হ্যাঁ গুরুদাস কলেজে দুই দিনের বই মেলাকে কেন্দ্র করে সাহিত্যপ্রেমীদের ঢল নামবে। কলকাতার গুরুদাস কলেজে প্রথম বইমেলা শুরু হয় ২০১৭ সালের ৩১ শে মার্চে। সেই সময় এই বইমেলার উদ্বোধন করেছিলেন কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর মৌসুমী চট্টোপাধ্যায়, সেই সময় প্রথম বছর এই মেলা পয়লা এপ্রিল পর্যন্ত চলেছিলো, এরপর ২০১৯ সালের ১ ও ২রা মার্চ কলেজের বড় আকারে ২য় বইমেলা শুরু হয় আর সেই সময় এই মেলায় লিটিল ম্যাগাজিনদেরকেও যুক্ত করা হয়। ২০১৯ সালের এই মেলার উদ্বোধন করেছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক শ্রী সাধন চট্টোপাধ্যায়। পরবর্তীতে ২০২১ সালের ২-৩ রা মার্চ গুরুদাস কলেজ ব‌ইমেলা ও লিটিল ম্যাগাজিন মেলার উদ্বোধন করেন ভাষা আন্দোলনের বিশিষ্ট সংগঠন শ্রী নীতিশ বিশ্বাস। এই মেলায় ২৬ জন প্রকাশক ও ৬ জন লিটল ম্যাগাজিন পরিবেশক যোগদান করেন। এখানে প্রায় পাঁচ লক্ষ টাকার বই কেনা হয়। এইবার ২০২৪ সালের ২১ মার্চ ও ২২ এ মার্চ গুরুদাস কলেজ বইমেলা ও লিটিল ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত হবে, এই মেলার স্থান হল কমার্স বিল্ডিংয়ের স্টুডেন্ট কমন রুম। এই আন্দোলনের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাহিত্যিক প্রচেত গুপ্ত।

কলকাতার গুরুদাস কলেজের লাইব্রেরিয়ান ড. জয়দীপ চন্দ্র এই প্রসঙ্গে বলেছেন যে,“এই বইমেলায় এখনো পর্যন্ত মোট ৪২ জন প্রকাশক ও লিটল ম্যাগাজিন পরিবেশক আসবেন বলে কথা দিয়েছেন ও বিগত বছরগুলোর বই কেনা বেচার উপর ভিত্তি করে আমরা আশা করছি এই মেলায় প্রায় ৮ লক্ষ টাকার বই কেনা হবে”। উল্লেখ্য, ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষা কর্মীসহ বিভিন্ন মানুষের সক্রিয় অংশগ্রহণে এই মেলা প্রানবন্ত হয়ে উঠবে এটাই আশা গুরুদাস কলেজের মাননীয় অধ্যক্ষ থেকে শুরু করে সকল সহকর্মীবৃন্দের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments