সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের বালসি এলাকার লাগাড়পুকুর মোড়ে একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রন হারিয়ে পর পর দুটি বাড়িতে ধাক্কা মারে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। যাত্রী বোঝাই বাসটি বিষ্ণুপুর থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। স্থানীয় সূত্রে জানা যায় যে, বাসটি প্রথমে একটি ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারে, এরপর একটি গাছে ধাক্কা মেরে দুটি বাড়িতে ধাক্কা মারে। তবে বাড়িতে লোকজন না থাকায় কোন হতা হত হয়নি। তবে এই ঘটনায় কয়েকজন বাস যাত্রী আহত হন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পাত্রসায়ের থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। পাশাপাশি এলাকার বাসিন্দারা ছুটে আসেন। পুলিশ ও স্থানীয় মানুষদের সহযোগিতায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বাসের ড্রাইভার ও কনট্রাকটর পলাতক। পুলিশ বাসটিকে আটক করেছে।