সংবাদদাতা, বাঁকুড়াঃ- একটা দুটো বছর করতে করতে ১০০ বছর অতিক্রম করল বাঁকুড়া জেলার পাত্রসায়র ব্লকের রসুলপুর হাই মাদ্রাসা। আর সেই মতোই শতবর্ষ উপলক্ষে রসুলপুর হাই মাদ্রাসায় অনুষ্ঠিত হলো শতবর্ষ উদযাপন ও পুনর্মিলন উৎসব। তিন দিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানকে আরও দীর্ঘ করা হয়। এর পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের গুণী ব্যক্তিদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের বিশেষ চমক ছিল মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি স্বয়ং শতবর্ষ উদযাপন ও পুনর্মিলন উৎসব কর্তৃপক্ষের ডাকে উপস্থিত হন এবং স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষক-শিক্ষিকাদের অনুপ্রাণিত করেন আগামী দিনে এই মাদ্রাসাকে আরো উচ্চমানের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। এর পাশাপাশি মন্ত্রী একটি জিমের উদ্বোধন করেন। জিম করার সুযোগ পেয়ে খুশি পড়ুয়ারাও। মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, ১০০ বছরের একটা প্রতিষ্ঠান, এখানে এসে আমার খুবই ভালো লাগলো। যারা এই প্রতিষ্ঠানটিকে ধরে রেখেছেন যারা জমি দিয়েছেন সকলকে অনেক ধন্যবাদ। তবে মাদ্রাসার উন্নয়নের জন্য আগামী দিনে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন তিনি।