eaibanglai
Homeএই বাংলায়বিষ্ণুপুর পোড়া মাটির হাটে মন্দিরের কোলে শুরু চারণ কবি বৈদ্যনাথ মেলা

বিষ্ণুপুর পোড়া মাটির হাটে মন্দিরের কোলে শুরু চারণ কবি বৈদ্যনাথ মেলা

শুভ্রাচল চৌধুরী, বিষ্ণুপুর, বাঁকুড়া:- বিষ্ণুপুরের বীর সন্তান চারণ কবি বৈদ্যনাথ ১৯৩২ সালে জন্মগ্রহণ করেছিলেন, ছোট থেকেই তার ধ্যান ধারণা ছিল কবিতার উপর, তাই তিনি একের পর এক কবিতা লিখে গেছেন। আজ আর তিনি আমাদের মধ্যে নেই। কিন্তু তার স্মৃতি বাঁচিয়ে রেখেছে বর্তমান প্রজন্ম। কবি স্মৃতিচারণায় গত বছর থেকে মন্দির নগরী শহরের পোড়ামাটির হাটে মন্দিরের কোলে শুরু হয়েছে চারণ কবি বৈদ্যনাথ মেলা। এবার দ্বিতীয় বছরে পদার্পণ করলে এই মেলা। মেলাকে ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে বিষ্ণুপুর বাসীর। চলবে দুদিন ধরে এই মেলা। মেলায় রয়েছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানসহ কবিতার ফুলঝুরি। এদিন এই মেলার শুভ সূচনা করলেন বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা, উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক, বাঁকুড়া ইউনিভার্সিটি অধ্যক্ষ রামানন্দ কলেজের প্রিন্সিপালসহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments