সংবাদদাতা, পাণ্ডবেশ্বর ও বাঁকুড়া:- নিয়ন্ত্রণ হারিয়ে ইসিএলের কয়লা বোঝাই ডাম্পায় পড়ল ত্রিশ ফুট ব্রীজের নিচে! আহত চালক ও খালাসি। শনিবার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর এরিয়ার সাউথ শ্যামলা কলেয়ারির কয়লা বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ত্রিশ ফুট ব্রীজের নিজে, শনিবার সন্ধ্যা নাগাদ এই ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় সাউথ শ্যামলা কলেয়ারিতে কয়লা আনলোড করার পর,ডাম্পার টি কয়লা লোড করার উদ্দেশ্যে রওনা দিলে সাউথ শ্যামলা কলেয়ারির সামনে ব্রীজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশ ফুট নিজে পড়ে যায়। অল্পের জন্য রক্ষা পায় চালক ও খালাসি। আহত হয় চালক ও খালাসি । স্থানীয় মানুষদের দীর্ঘদিনের অভিযোগ যে রাস্তার বেহাল অবস্থার জন্য এইখানে প্রায় দিনই দুর্ঘটনা ঘটছে, ইসিএলের কয়লা বোঝাই গাড়ি গুলো যেভাবে বেপরোয়া গতিতে চলাচল করে এলাকার মানুষদের জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে পারাপার করতে হয়। আবার অন্যদিকে বাঁকুড়ার মেজিয়া থানার তারাপুর এর কাছে একটি কয়লা বোঝাই ট্রাকে হঠাৎ আগুন লেগে যায়। যার ফলে বাঁকুড়া মেজিয়া হয়ে রানীগঞ্জ যাবার ৬০ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে বেশ কিছুক্ষণ। কি কারণে আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছায় মেজিয়া থানার পুলিশ। এলাকার মানুষ ও ফায়ার বিগেট এর একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।