সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়া জেলার বড়জোরা ব্লকের দাঁ পাড়ায় বিধায়ক তহবিলের টাকায় কমিউনিটি হলের উদ্ভাবোধন করেন বড়জোরা বিধায়ক সুজিত চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সুস্মিতা বিশ্বাস, সুজয় চৌধুরী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ। ২ লাখ টাকার ব্যয়ে নতুন কমিউনিটি হল তৈরি করা হল। কমিউনিটি হলটি তৈরি হওয়ায় গ্রামের মানুষদের মধ্যে খুশির হাওয়া লক্ষ্য করা গেছে।