eaibanglai
Homeএই বাংলায়সুদখোরদের দাদাগিরি দুর্গাপুর শিল্পাঞ্চলে

সুদখোরদের দাদাগিরি দুর্গাপুর শিল্পাঞ্চলে

মনোজ সিংহ, দুর্গাপুরঃ– মানুষের আর্থিক অনটনের সুযোগ নিয়ে এক শ্রেণীর রাজনৈতিক দলের মদতপুষ্ট গুন্ডাবাহিনী প্রতিমাসে চড়া সুদে টাকা খাটাচ্ছে এই দুর্গাপুর শিল্পাঞ্চলে বলে বহুদিন ধরেই অভিযোগ আসছিল। এবার সেই অভিযোগই সত্যিই প্রমান হল। দুর্গাপুর থানার অন্তর্গত ইস্পাত নগরীর এ-জনোর রানা প্রতাপ রোডের একটি ঘটনায় পরিষ্কার হয়ে গিয়েছে। এমনই এক ভাইরাল সুদখোরদের দাদাগিরির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে।

সূত্র মারফত জানা গেছে দুর্গাপুর ইস্পাত নগরীর এ-জনোর রাহুল সিং ওরফে আপু নামক এক সুদখোর এর কাছ থেকে চড়া সুদে আর্থিক সমস্যায় থাকা দুর্গাপুর ইস্পাত কারখানার এক অবসরপ্রাপ্ত কর্মী স্বপন চৌধুরী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা ধার নেন গত ২০২১ সালে। অভিযোগ প্রতি মাসে ১০% হারে সুদ গুনতে হয় স্বপন বাবুকে ওই সুদখোরকে প্রতি মাসে। গত এক বছর ধরে এমনই অবস্থা চলে আসছে। এরই মধ্যে হঠাৎ এ বছর দুর্গাপুজোর সপ্তমীর দিন মত্ত অবস্থায় রাহুল সিং ওরফে আপু ও তার এক সহযোগী চড়াও হয় স্বপন চৌধুরীর বাড়িতে। ধমকানি, চমকানি দিতেই অসহায় স্বপন বাবু সেদিনকার মতন তাদের দাবি মত ৫০০০/- (পাঁচ) হাজারের বদলে ২০০০/- (দু হাজার) টাকা দিয়ে কোনরকম ও নিজের পরিবারের মান,সম্মান, ইজ্জত বাঁচান সেদিনকার মতন। ফিরে যায় সুধখোর আপুর দলবল।

আবার এ মাসের ২৬ তারিখে হঠাৎই হাজির হয় আপু সহ বেশ কয়েকজন মত্ত যুবক স্বপন চৌধুরীর বাড়িতে। সুদখোর রাহুল সিং ওরফে আপু ও তার মত্ত অবস্থায় থাকা দলবল সেই দিন রাত্রে স্বপন বাবুর গেটের ওপর লাথি মেরে ভেঙ্গে দিয়ে তার বাড়িতে ঢুকে তাকে মেরে ফেলার হুমকিও দেয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই রাহুল সিং ওরফে আপু ও তার ওই মত্ত সঙ্গী সাথীরা সকলেই স্থানীয় তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে যুক্ত।

এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সহ-সভাপতি উত্তম মুখার্জিকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “তৃণমূল কংগ্রেসের নাম করে যদি কেউ বা কারা এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে থাকেন তার সঙ্গে দলের কোন যোগ নেই। আমি শুনেছি ইতিমধ্যেই থানায় নাকি এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। তাই আইন চলবে আইনের পথে। এই ঘটনার সাথে যুক্ত দোষী ব্যক্তিদের যথাযথ সাজার যাতে হয় এ বিষয়ে আমি সচেষ্ট হব” বলে তিনি জানান।

অন্যদিকে আতঙ্কিত স্বপন চৌধুরী ও তার পরিবার এখন জীবন হানির আশঙ্কা করছেন সুদখোর রাহুল সিং ওরফে আপু ও তার দলবলের হাতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশে অভিযোগ জানানোর পরও এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে রাহুল সিং ওরফে আপু ও তার দলবল। এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কাউকেই আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments