eaibanglai
Homeএই বাংলায়সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে সাইকেল যাত্রা

সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে সাইকেল যাত্রা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে ও হানাহানি বিভেদ নিয়ে সচেতন করতে সাইকেল যাত্রা ঝাড়খণ্ডের ইঞ্জিনিয়ারের। ঝাড়খণ্ডের রাঁচি থেকে চলতি মাসের ২৫ তারিখ নাগাল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন ইঞ্জিনিয়ারে বি শংকর রাও। সেই যাত্রা পথেই রবিবার তিনি দুর্গাপুরে পৌঁছন এবং মুচিপাড়া হয়ে দার্জিলিং মোড় দিয়ে বীরভূমের উদ্দেশ্য যাত্রা করেন। পথে দিয়ে যান ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা।

বি শংকর রাও এদিন তার যাত্রা নিয়ে জানান আগামী মাসের ২০ তারিখের মধ্যে নাগাল্যান্ডে পৌঁছনোর লক্ষ্য রয়েছে তার। এই যাত্রা পথে আসাম, শিলং, মেঘালয়, মনিপুর হয়ে নাগাল্যান্ডে পৌঁছবেন তিনি। পাশাপাশি বি শংকর জানান ইতিমধ্যেই ঝাড়খণ্ড ও এ রাজ্যের একাধিক গ্রামের মধ্যে দিয়ে যাত্রা করার সময় তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছেন গ্রামের অধিকাংশ মানুষ জানেনই না আমাদের দেশের বর্তমান অবস্থা সম্পর্কে। অনেকে আবার উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি সম্পর্কে জানেন না। তাই তাদের একাধারে দেশ সম্পর্কে ও অন্য দিকে দেশের সম্প্রতী নিয়ে সচেতন করার চেষ্টা করেন তিনি। বি শঙ্কর রাও-এর মতে আমারা যদি নিজেরা মিলেমিশে না থাকি তাহলে কোনও শত্রুর প্রয়োজন হবে না, হানাহানি করে নিজেরাই মরবো। তাই দেশের মানুষের মিলেমিশে থাকা অর্থাৎ দেশের জাতীয় সংহতি অত্যন্ত প্রয়োজন, তবেই দেশ উন্নতির শিখরে পৌঁছবে। আর দেশের এই কাজের জন্য তিনি কারও সাহায্য় ছাড়াই সম্পূর্ণ নিজের খরচেই বেড়িয়ে পড়েছেন। তার জন্য নিজের চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছেন।

বর্তমান সময়ে জাতি ধর্ম নিয়ে বিভেদ ও হানাহানির পরিস্থিতিতে বি শঙ্কর রাও-এর মতো এমন মহৎ উদ্দেশ্য ও অভিনব উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments