নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ ভাড়া বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক মহিলার মৃতদেহ। মৃতার নাম তন্দ্রা ঘোষ। জানা গেছে, মৃতা তন্দ্রা দেবী আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর শাখার গোয়েন্দা বিভাগের এক এস আই সুব্রত ঘোষের স্ত্রী। দুর্গাপুরের বেনাচিতির আমবাগান এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন সুব্রত বাবু, তন্দ্রা দেবী ও তাদের এক ছেলে। শুক্রবার সকালে তার নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখেন তাদেরই এক প্রতিবেশী। সঙ্গে সঙ্গে তিনি বাড়ির মালিককে খবর দেন। যদিও ঘটনার সময় সুব্রত বাবু ও তার ছেলে বাড়িতে ছিলেন না। ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। কিন্তু কী কারণে এই আত্মহত্যা তা নিয়ে এখনও ধোঁয়াশায় এলাকাবাসীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।