নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ প্রশাসন নয়, শনিবার দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় আসা জনসাধারণের জন্য পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। শুক্রবার আমাদের নিউজ পোর্টাল এই বাংলায় এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছিল প্রধানমন্ত্রীর জনসভায় পানীয় জলের সংকটের আশঙ্কার কথা। কারণ, দুর্গাপুর পৌর নিগমের তরফে নিরাপত্তাকর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের জন্য পানীয় জলের ট্যাঙ্কার জোগান দেওয়া হলেও প্রধানমন্ত্রীর জনসভায় আসা সাধারণ মানুষের জন্য পানীয় জলের কোনও ব্যবস্থা করা হয়নি। ফলে ব্যাপক জল সংকটের আশঙ্কা দেখা দেয়। এই বাংলায় প্রকাশিত এই খবর কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়ের কাছে পৌঁছাতেই স্মস্যার সমাধানে এগিয়ে আসেন তিনি। রাতারাতি আসানসোল, রানীগঞ্জ সহ আশেপাশে এলাকা থেকে পানীয় জলের ট্যাঙ্কার পাঠানো হয় নেহেরু স্টেডিয়ামে। শুধু তাই নয়, নেহেরু স্টেডিয়ামের ভেতর থেকে শুরু করে বিভিন্ন গেটে বিজেপি কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় লক্ষাধিক পানীয় জলের পাউচ। যাতে সভায় আসা হাজার হাজার মানুষের পানীয় জলের জন্য কোনোরকম অসুবিধা না হয়।