eaibanglai
Homeএই বাংলায়গঙ্গাজল ঘাটিতে অনুষ্ঠিত হল ক্ষত্রিয় সমাজের পদযাত্রা ও সভা

গঙ্গাজল ঘাটিতে অনুষ্ঠিত হল ক্ষত্রিয় সমাজের পদযাত্রা ও সভা

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : ভারতীয় ক্ষত্রিয় সমাজের বাঁকুড়া জেলা শাখার পক্ষ থেকে রবিবার একটি সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলন অনুষ্ঠিত হয় গঙ্গাজলঘাটি হাইস্কুল প্রাঙ্গণে। একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে দেশুড়িয়া মোড় থেকে পথ পরিক্রমা করে সম্মেলনে যোগ দিতে আসা সদস্যরা সম্মেলন মঞ্চে আসেন। এই সম্মেলন মঞ্চ থেকে দাবি করা হয় বীর শহীদ চিতরের রানা প্রতাপ সিংহের জন্মদিন ৯ মে। ওই দিন জাতীয় ছুটি ঘোষনা করুক কেন্দ্রীয় সরকার। এই দাবি করেন, ভারতীয় ক্ষত্রিয় সমাজের জাতীয় কো-অডিনেটর রানা সিংহ। তিনি বলেন, ভারতবর্ষকে রক্ষা করার জন্য ক্ষত্রিয়রাই প্রাণ দিয়েছেন। অথচ সেই ক্ষত্রিয় সমাজের বংশধররাই আজ বঞ্চিত। তিনি বলেন, অবশ্যই রানা প্রতাপ সিংহের জন্ম দিনটিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করতে হবে। তা না হলে সারা ভারতের ক্ষত্রিয়রা একজোট হয়ে পার্লামেন্ট অভিযান করতে বাধ্য হবেন। এই সমাজের বাঁকুড়া জেলার আহ্বায়ক বিশ্বজিৎ সিংহ বলেন, আমাদের পূর্ব-পুরুষরা দেশের জন্য লড়াই করে প্রাণ দিয়েছেন অথচ স্বাধীন দেশের সরকার ক্ষত্রিয়দের জন্য কোনো সংরক্ষণ রাখেনি। আমাদের দাবি, সেনাবাহিনীতে যেমন রাজপুত রেজিমেন্ট আছে তেমনি চাকরির সর্বস্তরে রাজপুতদের জন্য সংরক্ষণ রাখতে হবে। পাশাপাশি উচ্চ শিক্ষার ক্ষেত্রেও রাজপুতদের জন্য সংরক্ষণ রাখতে হবে। এদিন সমস্ত ক্ষত্রিয় সমাজের রাজপুতদের একজোট হওয়ার আহ্বান জানান সংগঠনের নেতারা। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্ষত্রিয় সমাজের কো-অডিনেটর অজয় সিংহ ও সারাবাংলা ক্ষত্রিয় সমাজের আহ্বায়ক প্রত্যার্পণ সিংহ রায় সহ অনেকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments