নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ রাত পোহালেই দুর্গাপুরে জনসভায় যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়াম ও তার সংলগ্ন এলাকা জুড়ে তাই সাজো সাজো রব। প্রধানমন্ত্রীর মঞ্চ থেকে শুরু করে তাঁর নিরাপত্তা ব্যবস্থায় কোনওরকম ত্রুটি রাখতে নারাজ প্রশাসন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর নিজস্ব নিরাপত্তা আধিকারিকরা। তাই প্রধানমন্ত্রীর সভার ২৪ ঘন্টা আগে থেকে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সভাস্থল ও আশেপাশের এলাকা। বিজেপি সংসদ থেকে শুরু করে একাধইক শীর্ষস্থানীয় নেতৃত্বের মধ্যেও চরম ব্যস্ততা। শনিবার প্রধানমন্ত্রীর এই জনসভাকে কেন্দ্র করে লক্ষাধিক জনসমাগমের আশঙ্কা করছে প্রশাসন। আর তাই যদি হয় তাহলে দুর্গাপুরে প্রধানমন্ত্রীর জনসভায় জনজোয়ার দেখা যাবে। কিন্তু এই বিশাল জনসমাগমকে কেন্দ্র করেই সমস্যা দেখা দিয়েছে। কারণ সূত্রের খবর অনুযায়ী, সভাস্থলে প্রশাসনিক তরফে সাধারণ জনগণের জন্য কোনোরকম পানীয় জলের ব্যবস্থা করা হয়নি বলে জানা গেছে। আর তাই যদি হয়, তাহলে চরম অব্যবস্থার স্বীকার হতে চলেছেন সভায় যোগ দিতে আসা সমর্থক ও সাধারণ মানুষ।