eaibanglai
Homeএই বাংলায়মানুষকে সচেতন করতে দুর্গাপুরের রাস্তায় যমরাজ

মানুষকে সচেতন করতে দুর্গাপুরের রাস্তায় যমরাজ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- “সেভ ড্রাইভ সেভ লাইফ” নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ট্রাফিক বিভাগের অভিনব উদ্যোগ। রাস্তায় যমরাজকে নামিয়ে সচেতন করা হল সাধারণ মানুষ তথা বাইক,স্কুটি ইত্যাদি দুচাকা গাড়ি ও চার চাকা গাড়ির চালকদের।

এদিন দুর্গাপুরে মাইকেল মধুসূদন কলেজ সংলগ্ন ভগৎ সিং চার মাথা মোড়ে ট্রাফিক আইন নিয়ে সাধারণকে সচেতন করতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ট্রাফিক বিভাগ “সেভ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচির আয়োজন করে। আর ট্রাফিক বিভাগের এক সিভিক ভলান্টিয়ারকে যমরাজ সাজিয়ে নাটকের মাধ্যমে ট্রাফিক আইন নিয়ে সাধারণের মধ্যে বার্তা দেওয়া হয়। বাইক ও স্কুটি চালকেরা যাতে গাড়ি চালানোর সময় হেলমেট পরিধান করেন, চারচাকা গাড়ির চালক ও আরোহীরা যেন সিট বেল্ট ব্যবহার করেন, পাশাপাশি রাস্তায় সকলে যেন ট্রাফিক আইন মেনে চলেন ইত্যাদি।

এদিন ওসি সাব ট্রাফিক বিনয় লায়েক বলেন, ২০২৪-এ শহরে শূন্য দুর্ঘটনার লক্ষ্যে তারা শহর জুড়ে এই ধরণের সচেতনতা কর্মসূচি করে চলেছেন। সহজে ট্রাফিক সচেতনতার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে যমরাজ চরিত্র ও নাটকের মাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। যমরাজকে সামনে দেখে ভীতবশত মানুষ সচেতন হবে বলেই আশা তাদের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments