নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শুক্রবার বিগত পঞ্চায়েত ভোটে শাসকদলের বিরুদ্ধে ভোট লুট ও সন্ত্রাসের অভিযোগে রাজ্য জুড়ে বিডিও অফিসগুলি ঘেরাও ও ধর্ণা কর্মসূচি নিয়েছে রাজ্য়ের বিরোধী দল বিজেপি। অন্যদিকে এদিন বিজেপির এই কর্মসূচিকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কথা মাথায় রেখে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিডিও অফিস চত্বরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সেই মতো দুর্গাপুর মহকুমা প্রশাসনের তরফেও বিডিও অফিস চত্বর গুলিতে ১৪৪ ধারার নোটিশ জারি করা হয়। এদিকে এদিন পূর্ব নির্ধারিত কর্মসূচি মতো পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন অফিসের সামনে বিজেপির কর্মী সমর্থকরা মিছিল করে পৌঁছতেই পুলিশ তাদের আটকে দেয়। পুলিশের দ্বারা বাধা প্রাপ্ত হয়ে বিজেপি কর্মী সমর্থকরা মাধাইগঞ্জ উখড়া প্রধান রাস্তার ওপর বসে পড়েন ও বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনার জেরে যানজটের সৃষ্টি হয়। বেশ কিছুক্ষণ এভাবে অবরোধ চলার পর অবশেষে পুলিশ বিজেপির নেতাদের দুজনকে বিডিওকে স্মারকলিপি দেবার জন্য অনুমতি দিলে অবরোধ উঠে যায়।
এই বিষয়ে বিজেপি নেতা জিতেন চ্যাটার্জী জানান, গতকাল পর্যন্ত প্রশাসনের তরফে তাদেরকে জানানো হয়নি যে বিডিও অফিসের সামনে ১৪৪ ধারা জারি রয়েছে । প্রশাসনের এই পদক্ষেপকে তিনি সম্পূর্ণ অগণতান্ত্রিক ও নিময় বিরুদ্ধে বলে দাবি করেন।