eaibanglai
Homeএই বাংলায়মহান নভেম্বর বিপ্লবের প্রতি শ্রদ্ধা জানাতে রক্তদান শিবির

মহান নভেম্বর বিপ্লবের প্রতি শ্রদ্ধা জানাতে রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– মহান নভেম্বর বিপ্লবের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার হিন্দুস্থান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়ন আয়োজন করেছিল এক বিশেষ রক্তদান শিবিরের। ইস্পাত নগরীর বিজোনের ১ বিদ্যাসাগর এভিনিউ-এর কমরেড বি টি রণদিভে হলে আয়োজিত এই শিবিরে মোট ৮০ জন শ্রমিক ও শ্রমিক পরিবারের সদস্য রক্তদান করেন। শিবির থেকে রক্ত সংগ্রহ করে সহযোগিতা করে দুর্গাপুর ইস্পাত হাসপাতাল (২২ জনের রক্ত নেয়) এবং দুর্গাপুর সাব ডিভিশন ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন (৫৮ জনের রক্ত নেয়)।

এদিনের এই রক্তদান শিবিরটির উদ্বোধন করেন শ্রমিক, কৃষক ও গণতান্ত্রিক আন্দোলনের বিশিষ্ট নেতৃত্ব, দুর্গাপুরের প্রথম এবং বেশ কয়েকবারের মহানাগরিক রথীন রায়। এছাড়াও উপস্থিত ছিলেন হিন্দুস্থান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি এবং সিআইটিউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট শ্রমিক নেতা বিনয়েন্দ্রকিশোর চক্রবর্তী, সুখময় বসু, রক্তদান আন্দোলনের বিশিষ্ট নেতা কবি ঘোষ প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments