নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রবিবাসরীয় সকালে দুর্গাপুর ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হচ্ছে প্রভাত কুমার মজুমদার অ্যান্ড গীতা মজুমদার মেমোরিয়াল চেস চ্যাম্পিয়নশিপ ২০২৩। বেঙ্গল চেস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এবং বর্ধমান দুর্গাপুর চেস অ্যাসোসিয়েশন ও দুর্গাপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হচ্ছে এই চেস চ্যাম্পিয়ানশিপ। ইস্পাত নগরীর বি-জোনের এডিসন রোডে স্থিত বিধান ভবনে বসেছে এই চেসের আসর। যেখানে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার বিভিন্ন বয়সের প্রায় ৭২ জন প্রতিযোগী অংশ নিয়েছে। এই প্রতিযোগীদের বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছে, যেমন ওপেন গ্রুপ, সিনিয়র সিটিজেন গ্রুপ সহ নানা বয়সের একাধিক গ্রুপ। চ্যাম্পিয়ানশিপের সর্বকনিষ্ঠ গ্রুপটি রাখা হয়েছে ৯ বছর বয়সীদের জন্য। প্রতিযোগীতায় ছেলে -মেয়ে, পুরুষ- মহিলা সকলেই অংশ নিয়েছেন। আর প্রতি গ্রুপের জয়ী ত্রয়ীর জন্য রয়েছে আকর্ষনীয় নগদ পুরস্কার ও ট্রফির ব্যবস্থা।
সকাল সাড়ে নটা থেকে শুরু হয়ে দিনভর চলবে প্রতিযোগিতা আর সকল প্রতিযোগীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে মধাহ্ন ভোজনেরও ব্যবস্থা করেছেন আয়োজকরা। সব মিলিয়ে রবিবাসরীয় সকালে এই চেস চ্যাম্পিয়নশিপ ঘিরে রীতিমতো সরগরম ইস্পাত নগরী।