নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দীর্ঘ আন্দোলন, টালবাহানার পর অবশেষে শুরু হচ্ছে বহু বিতর্কিত দুর্গাপুরের বনফুল সরণি সংস্কারের কাজ। চলতি মাসের ১৬ তারিখ থেকে রাস্তাটি সংস্কার ও সম্প্রসারণে কাজ শুরু হবে।
দুর্গাপুরের ২৯ নম্বর ওয়ার্ডের এসবি রোড থেকে বেসকরারি গ্রাফাইট কারখানা পর্যন্ত গিয়েছে বনফুল সরণি। এই রাস্তাটি সগড়ভাঙা শিল্পতালুকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। কারণ বনফুল সরণি দিয়েই সগরভাঙা শিল্পতালুকের বিভিন্ন কারখানায় মালপত্র, সরঞ্জাম সরবরাহ করা হয়। যার জন্য রাতদিন এই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করে । ফলে অজস্র গর্ত নিয়ে বেহাল অবস্থা তৈরি হয়েছিল পুরো রাস্তাটির। শহরের গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের দাবি উঠছিল নানা মহল থেকে। রাস্তা সংস্কারের দাবি জানিয়ে স্থানীয় বাসিন্দার থেকে শুরু করে একাধিক রাজনৈতিক দল আন্দোলনে নেমেছে।
অন্যদিকে রাস্তাটির সংস্কার নিয়ে টালবাহানা শুরু হয় দুর্গাপুর পৌরসভা ও এডিডিএর মধ্যে। প্রসঙ্গত পুরসভা থেকে এই রাস্তায় যান চলাচলের জন্য টোল নেওয়া হয়। তাই রাস্তাটির সংস্কারের দায়িত্বও পুরসভাকেই নিতে হবে বলে জানিয়ে দেয় আসানসোল-দুর্গাপুর উন্নয়ব পর্ষদ বা এডিডিএ। যদিও শেষ পর্যন্ত এডিডিএ-ই রাস্তাটি করবে বলে জানায়। মে মাসে টেন্ডারও দেওয়া হয়। কিন্তু একজনমাত্র ঠিকাদার টেন্ডারে অংশ নেওয়ায় কাজ শুরু হয়নি। শেষ পর্য়ন্ত পুর ও নগরোন্নয়ন দপ্তরের অনুমতি নিয়ে গত বুধবার ওয়ার্ড অর্ডার দেয় এডিডিএ।
জানা গেছে রাস্তাটি সংস্কার ও সম্প্রসারণের জন্য বরাদ্দ করা হয়েছে মোট ৪ কোটি ৮৮ লক্ষ ২ হাজার টাকা। আগামী বছরের অর্থাৎ ২০২৩ সালের মে মাসের মধ্যে রাস্তা সংস্কার ও সম্প্রসারণের কাজ শেষ হবে।