eaibanglai
Homeএই বাংলায়আন্তর্জাতিক রবীন্দ্রকাব্য পাঠ দিবস পালন দুর্গাপুরে

আন্তর্জাতিক রবীন্দ্রকাব্য পাঠ দিবস পালন দুর্গাপুরে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্য্যাদাপূর্ণ পরিবেশে আন্তর্জাতিক রবীন্দ্রকাব্য পাঠ দিবস পালন করা হল দুর্গাপুর সুরপরিষদ মিউজিক্যাল একাডেমীর উদ্যোগে ২রা জুলাই,২০২৩ সন্ধ্যায়, ইস্পাত নগরীর দয়ানন্দ রোড সংশ্লিষ্ট মধ্যমাঞ্চল পূজা ময়দানের মুক্তমঞ্চে। আলোচনা, রবীন্দ্র কবিতা ও রচনা পাঠ, সংগীত পরিবেশন ইত্যাদির অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভ্র বসু, সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পৌত্র সৌম্যশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শিক্ষাব্রতী দেবব্রত ঘোষ, সুচিন্ত্য চট্টরাজ, মালতী মন্ডল, কাজী নিজামউদ্দিন, চিকিৎসক ড: শর্মিষ্ঠা দাস, কবি অনিরুদ্ধ রায়চৌধুরী, সংগীত শিল্পী তথা সংস্থার অধ্যক্ষা আনন্দিতা রায়, প্রণব মুখোপাধ্যায়, আত্রেয়ী ঘোষ, বিশ্বায়ন রায় প্রমুখ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের সঙ্গে যন্ত্রানুষঙ্গে অনবদ্য সহযোগিতা করেন- বিথিন রায়, সন্দীপ দাস, বিশ্বায়ন রায় ও তরুণ সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, বাচিক শিল্পী হৃদয় সাঁই, দেবদাস সেন প্রমুখ। অংশগ্রহণকারী শিল্পীদের একাডেমীর পক্ষ থেকে সংবর্দ্ধনা জ্ঞাপন করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments