নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ডিএভি মডেল স্কুল, দুর্গাপুর ১৮ই আগস্ট, ২০২৩ তারিখে রবীন্দ্র সরোবর, ফ্রেন্ডস ফোরাম, কলকাতার সহযোগিতায় একটি মেগা প্ল্যান্টেশন ড্রাইভের আয়োজন করে। ফোরামের প্রতিনিধি সম্মানিত ব্যক্তিবর্গকে স্বাগত জানানোর মাধ্যমে এই মেগা ইভেন্টটি শুরু হয়।
পশ্চিমবঙ্গ শাখার ২২টি ডিএভি প্রতিষ্ঠান থেকে এই মেগা প্ল্যান্টেশন ড্রাইভের একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে ৩০,০০০ এরও বেশি শিক্ষার্থী, অভিভাবক এবং প্রাক্তন ছাত্ররা তাদের সহযোগিতামূলক প্রচেষ্টা প্রদান করেছে। স্কুলটি ১৭০০০ টিরও বেশি চারা পেয়েছে যার মধ্যে ৮০০০ টিরও বেশি চারা বিনামূল্যে ছাত্রছাত্রীদের, স্কুলের কর্মচারীদের এবং ডিএভি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অধ্যক্ষদের বিতরণ করা হয়েছে। তাদের মধ্যে ডিএভি পাবলিক স্কুল, নিমচা, ডিএভি পাবলিক স্কুল, ইসিএল পাণ্ডবেশ্বর, ডিএভি পাবলিক স্কুল, ইসিএল, ঝাঁজরা, এম ডি ভি বাঁকুড়া এবং ডিএভি পাবলিক স্কুল, দুবরাজপুরের নাম উল্লেখযোগ্য।
সমস্ত চারা গ্রহণকারীরা সেই গাছগুলিকে রক্ষণাবেক্ষণের শপথ নেন। ডিএভি মানুষ এবং প্রকৃতির মধ্যে চিরন্তন এক অবিচ্ছেদ্য বন্ধনে বিশ্বাস করে এসেছে। এই ধরনের কর্মসূচি শুধুমাত্র বন্ধনকে শক্তিশালী করবে না বরং নতুন প্রজন্মকে পরিবেশের সাথে সরাসরি সংযুক্ত করবে। স্বাগত বক্তব্যে স্কুলের অধ্যক্ষা পাপিয়া মুখার্জি, (প্রিন্সিপাল কাম রিজিওনাল অফিসার, ডিএভি ইনস্টিটিউশন, পশ্চিমবঙ্গ জোন) উল্লেখ করেছেন যে এই সবুজ আন্দোলন অসুস্থ পৃথিবীকে নিরাময় করতে এবং এর পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করার জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। কারণ এটিই বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই করার একমাত্র নির্ভরযোগ্য সমাধান।
পরিবেশ রক্ষার স্বার্থে ডিএভি স্কুলের পক্ষ থেকে এটি একটি মহান ও অতুলনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অন্যান্য স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এখনও পর্যন্ত এমন অনন্যসাধারণ ও দৃষ্টান্তমূলক কার্যক্রমের কথা ভাবেনি।