সংবাদদাতা,আসানসোলঃ– কেন্দ্র সরকারের কয়লা খনি বেসরকারিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে গত প্রায় দুই মাস ধরে ধর্ণা অবস্থান বিক্ষোভ চলাচ্ছে পশ্চিম বর্ধমান জেলার ইসিএলের সোদপুর এরিয়ার চিনাকুড়ি কোলিয়ারি বাঁচাও কমিটি। চিনাকুড়ি ৩ নম্বর কোলিয়ারিতে চলছে এই আন্দোলন। জানা গেছে দেশের ১৬০টি কয়লা খনি বেসরকারি হাতে দিতে চলছে কেন্দ্র। সেই তালিকায় নাম রয়েছে সোদপুর এরিয়ার পারবেলিয়া কোলিয়ারী, দুবেশ্বর কোলিয়ারি, চীনাকুড়ি ৩ নম্বর কোলিয়ারি। এদিনের প্রতিবাদ অবস্থান বিক্ষোভে উপস্থিত হয়েছিলেন জেসিসির সমস্ত ট্রেডইউনিয়ন, আই এন টি টি ইউ সি নেতা তথা জামুজড়িয়ার বিধায়ক হরেরাম সিং সহ আরো অনেকে।
প্রসঙ্গত সম্প্রতি দেশের কয়লা খনিগুলির বেসরকারিকরণের বাধা কাটাতে বেসরকারি খনি এবং খনিজ সম্পদ বিল ২০২৩ বিল পাশ করে সরকার। এই বিল অনুযায়ী প্রয়োজন অনুসারে বিভিন্ন খনি নিলাম করে বেসরকারি সংস্থা গুলির হাতে তুলে দিতে পারবে সরকার। যদিও কেন্দ্রীয় সরকারের দাবি দেশের কয়লার চাহিদার জন্য অন্য কোনও দেশের উপর নির্ভরতা কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কয়লা ও খনিজ দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশীর দাবি ২০২৫-২৬ সাল থেকে কয়লা আমদানি বন্ধ করার কথা ভাবছে সরকার।




