eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্যজনক মৃত্যু

দুর্গাপুরের ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্যজনক মৃত্যু

নিজস্ব সংবাদদাতা দুর্গাপুর:– দুর্গাপুর শিল্পাঞ্চল এখন শিল্পায়নের সাথে সাথে দ্রুততার সাথে শিক্ষা নগরী রূপে রূপান্তরিত হচ্ছে। শিল্পাঞ্চল দুর্গাপুরে গড়ে উঠেছে একাধিক বেসরকারি ও সরকারি ইঞ্জিনিয়ারিং , ম্যানেজমেন্ট ও মেডিকেল কলেজ। রাজ্যের তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-ছাত্রীরা এইসব কলেজগুলিতে ভর্তি হচ্ছেন তাদের ভবিষ্যতের কর্ম জীবনকে সুনিশ্চিত করার লক্ষ্যে। কিন্তু শিল্পাঞ্চলের উন্নত মানের জীবনযাত্রা ও আলো উজ্জ্বল ঝলকানিতে ছাত্র-ছাত্রীদের সুরক্ষা তলানিতে এসে ঠেকেছে। দুর্গাপুর শিল্পাঞ্চলে থাকা একাধিক ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট ও মেডিকেল কলেজ গুলিতে পড়তে আসা ছাত্র-ছাত্রীদের রহস্যজনক মৃত্যু হয়েছে গত কয়েক বছরের ধরে । এমনই এক ঘটনার সাক্ষী রইল দুর্গাপুর। রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের শিল্পাঞ্চলের ফুলঝোর সংলগ্ন একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় শহরজুড়ে। সূত্র মারফত জানা গেছে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের বিবিএ বিভাগের প্রথম বর্ষের পূর্ব বর্ধমান জেলার গুসকরার বাসিন্দা এক ছাত্র নাম রাজদীপ সরকারের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃতের ছাত্রের বাবা দেবাশীষ সরকার স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ার করেছেন। এদিন পুত্র হারা দেবাশীষ দেবাশীষ সরকার জানান, “তার ছেলে রাজদীপ রবিবার সকালে এবং দুপুরে তার মার সাথে কথা বলেছিলেন ফোনে। তখন সে সুস্থ ও প্রানোজ্জল ছিল বলে জানিয়েছেন তার মা। হঠাৎ তার ঘন্টা তিনের পর দুপুরের সময় কলেজ থেকে একটি ফোন যায় তার কাছে যে তার ছেলে গুরুতর রূপে অসুস্থ এবং বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।” তড়িঘড়ি পূর্ব বর্ধমানের বাসভবন থেকে দেবাশীষ সরকার ও তার পরিবারের সদস্যরা দুর্গাপুর বিধাননগরে ওই হাসপাতালে এলে তাদের জানানো হয় তাদের সন্তান রাজদীপ সরকারের মৃত্যু হয়েছে। ছেলের মৃতদেহ দেখে ক্ষোবে ফেটে পড়েন রাজদীপ সরকারের পরিবারের লোকজনেরা । তারা অভিযোগ করেন তাদের বাড়ির ছেলের মৃতদেহে ক্ষতের চিহ্ন রয়েছে। তাই তারা এই মৃত্যুকে স্বাভাবিক মনে করছেন না। মৃত রাজদীপের বাবা দেবাশীষ সরকার এদিন কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্গাপুর নিউ টাউনশিপ পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ার করেছেন । সূত্র মারফত জানা গেছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments