eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর মহকুমা হাসপাতালে অসুস্থ নবজাতক পরিচর্যা কেন্দ্রের উদ্বোধন

দুর্গাপুর মহকুমা হাসপাতালে অসুস্থ নবজাতক পরিচর্যা কেন্দ্রের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুর মহকুমা হাসপাতালে অসুস্থ নবজাতক পরিচর্যা কেন্দ্রের সংস্কারের পর রবিবার পুনরায় উদ্বোধন হল। উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। এই পরিচর্চা কেন্দ্রে সদ্যোজাত শিশুদের ফুসফুসের সমস্যা, হিমোগ্লোবিনের সমস্যা এবং জন্ডিসজনিত রোগের অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হবে। জানা গেছে জন্মগ্রহণের পর কোনও শিশু হিমোগ্লোবিন সমস্যায়, ফুসফুস জনিত সমস্যায় বা জন্ডিস জনিত সমস্যায় আক্রান্ত হলে সূঁচ না ফুটিয়ে, ল্যাজের লেন্সের মাধ্যমে চিকিৎসা হবে। পাশাপাশি সংস্কারের পর নতুন এই নবজাতক পরিচর্যা কেন্দ্র চালু হওয়ায় এবার থেকে মহকুমা হাসপাতাল থেকে শিশু রোগী স্থানান্তরের সংখ্যা কমবে বলে আশা হাসপাতাল কর্তৃপক্ষের।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, মহকুমাশাসক সৌরভ চ্যাটার্জী, দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডাঃ ধীমান মণ্ডল সহ প্রশাসনিক আধিকারিকরা এবং দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত।

দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্তের একটি বেসরকারি সংস্থার সিএসআর প্রকল্পের প্রায় ২৫ লক্ষ টাকা অনুদানে এই নবজাতক পরিচর্যা কেন্দ্রের সংস্কার কাজ হয়েছে। বর্তমান সরকারের আমলে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির মতো দুর্গাপুর মহকুমা হাসপাতালেরও মান উন্নয়ন হচ্ছে বলে এদিন দাবি করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার।

প্রসঙ্গত দুর্গাপুর মহকুমা হাসপাতালে শুধু দুর্গাপুরের মানুষ নয় বাঁকুড়া বীরভূম এবং পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকার রোগীরা আসে চিকিৎসার পরিষেবার জন্য। তাই এই হাসপাতালের পরিষেবা উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments