eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে "এক শাম শহীদ ওকে নাম" মহাকবি সম্মেলনের আয়োজন

দুর্গাপুরে “এক শাম শহীদ ওকে নাম” মহাকবি সম্মেলনের আয়োজন

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুর শিল্পাঞ্চলে প্রতি বছরের ন্যায় এবছরও আয়োজিত হতে চলেছে “এক শাম শহীদ ওকে নাম” শীর্ষক মহাকবি সম্মেলন আগামী ৩০ শে নভেম্বর। দুর্গাপুর শিল্পাঞ্চলের সম্মান ওয়েলফেয়ার সোসাইটি প্রতিবছর এই মহাকবি সম্মেলনের আয়োজন করে থাকে। এবছর ৩০শে নভেম্বর ঠিক সাত ঘটিকায় দুর্গাপুর শিল্পাঞ্চলের এ-জোনে স্থিত রাজেন্দ্র ভবনে এই মহাকবি সম্মেলন আয়োজিত হতে চলেছে। এই কবি সম্মেলনের মঞ্চে দেশের বিভিন্ন অঞ্চলের কবিরা তাদের কবিতা আবৃত্তি করবেন। জেলার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ অনুষ্ঠানের আয়োজিত হতে চলেছে। দুর্গাপুর সম্মান ওয়েলফেয়ার সোসাইটি তার সীমিত সম্পদ থাকা সত্ত্বেও অনেক সামাজিক কর্মসূচি করে আসছে সারে বছর ধরে। বিনামূল্যে দুস্থদের চিকিৎসার ব্যবস্থা, স্বাস্থ্য পরীক্ষা শিবির, ছাত্র-ছাত্রীদের বইখাতা ও ষ্টেশনারী প্রদান, কম্বল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে সারা বছর শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে ব্যস্ত হয়ে থাকেন সংস্থার স্বেচ্ছাসেবীরা। সারা বছর ধরে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় সমাজ সেবা মূলক কর্মকাণ্ড চালালেও, বছরের একটা দিনের জন্য তারা ভারতের বীর যোদ্ধাদের উদ্দেশ্যে একটি কবি সম্মেলন অনুষ্ঠান করে থাকেন প্রতিবছরই। সমাজের বিভিন্ন সাহিত্য ও সংস্কৃতি প্রিয় মানুষের মধ্যে এই মহা কবি সম্মেলনকে কেন্দ্র করে বিপুল উদ্দীপনা ও উৎসাহ লক্ষ্য করা যায় প্রতিবছরেই। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে নামি মহা কবিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ও আবৃত্তি পাঠ করেন। দুর্গাপুরের সমস্ত সংস্কৃতি প্রিয় মানুষ এই কবি সম্মেলনের জন্য সারা বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এবছর আবারও সেই মহাকবি সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৩০ শে নভেম্বর সন্ধ্যা সাত ঘটিকায়। এই মহাকবি সম্মেলনে এবছর ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের এক ডজন নামি মহা কবিরা অংশগ্রহণ করবেন। গত এক দশক ধরে এই কবি সম্মেলন দুর্গাপুরবাশীর কাছে অত্যন্ত প্রিয় অনুষ্ঠান হিসেবে প্রশংসিত হয়েছে। এ বছরের এই কবি সম্মেলনের অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হল ‘এই বাংলায় ওয়েব পোর্টাল গ্রুপ’ । দুর্গাপুর সম্মান ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে দুর্গাপুর শিল্পাঞ্চলের সকল সংস্কৃতি প্রিয় মানুষকে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন সংস্থার কর্ণধার তারকেশ্বর রায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments