eaibanglai
Homeএই বাংলায়'অচেনা রবীন্দ্রনাথ' শীর্ষক আলোচনা হলো বর্ধমান মহিলা কলেজে

‘অচেনা রবীন্দ্রনাথ’ শীর্ষক আলোচনা হলো বর্ধমান মহিলা কলেজে

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,বর্ধমানঃ- গতানুগতিকতার পথ ধরে চলতে অভ্যস্ত মানুষ কখনো চেনা পথ ছেড়ে অচেনা পথে চলতে চায়না। তাতে ঝুঁকি থাকে অনেক। বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে চেনা পথ ছাড়তে চাইলে ঝুঁকি বেড়ে যায় বহু গুণ। ফলে তাঁর সম্পর্কে অজানা থেকে যায় অনেক তথ্য। কিন্তু আমাদের সৌভাগ্য মাঝে মাঝে কেউ কেউ ঝুঁকিপূর্ণ জেনেও সেই ঝুঁকির পথটাই বেছে নিতে ভালবাসে। ফলে অনেক অজানা তথ্য উঠে আসে সবার সামনে। সেই ঝুঁকির পথ বেছে নিয়ে ‘অচেনা রবীন্দ্রনাথ’ শীর্ষক আলোচনায় মেতে উঠল বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয়।

সাধারণত যেকোনো মানুষের জন্মদিন পালিত হয়ে থাকে তার নির্দিষ্ট জন্মদিনে। কিন্তু রবীন্দ্রনাথ এমন এক ব্যক্তিত্ব যাঁকে যেমন দেশের সীমানায় আটকে রাখা যায়না তেমনি আটকে রাখা যায়না তাঁর জন্মদিন ২৫ শে বৈশাখের গণ্ডিতে। সমগ্র বৈশাখ মাস হয়ে ওঠে রবীন্দ্রনাথের গন্ধে ভরপুর। তারই বহিঃপ্রকাশ ঘটল ১৬ ই মে। সৌজন্যে বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয়। কবিগুরুর ১৬৩ তম জন্মবার্ষিকী স্মরণে মহাবিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজন করা হয় ‘অচেনা রবীন্দ্রনাথ’ শীর্ষক এক অভিনব আলোচনা সভার। যেখানে উপস্থিত ছিলেন একঝাঁক সুপরিচিত অধ্যাপক-অধ্যাপিকা।

যেকোনো আলোচনা সভার গুরুত্ব অনেক গুণ বেড়ে যায় যদি সেখানে উপস্থিত থাকেন সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ কেউ। যখন বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয় অধ্যক্ষ ড. বাণীব্রত গোস্বামী বলেন – আজ আমাদের ‘অচেনা রবীন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. সবুজকলি সেন – নড়েচড়ে বসেন উপস্থিত শ্রোতারা।

তার বক্তব্যে উঠে আসে কবিগুরুর বিভিন্ন অচেনা দিক যার অধিকাংশ এতদিন অনেকের কাছে অজানা ছিল। আবার চেনা জিনিস নতুন করে জানাও গ্যালো।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. বাণীব্রত গোস্বামী, বাংলা বিভাগের অধ্যাপিকা ড. সঙ্গীতা মজুমদার, অধ্যাপক ঋষিগোপাল মন্ডল সহ কলেজের সমস্ত অধ্যাপক-অধ্যাপিকারা। প্রত্যেকেই রবীন্দ্রনাথের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। এভাবেই সার্থক হয়ে ওঠে আলোচনা সভার শিরোনাম। কলেজের অধ্যক্ষ ড. গোস্বামীর সুরেলা কণ্ঠে পরিবেশিত একটি গান উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে।

রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা সভায় রবীন্দ্র সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পাঠ না থাকলে অনুষ্ঠানের অনেকখানি তাৎপর্য হানি হয়।তাই অনুষ্ঠানে এগুলিও পরিবেশিত হয়।

এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে এবং সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপক ঋষিগোপাল মণ্ডলের পরিচালনায় ‘অচেনা রবীন্দ্রনাথ’ শীর্ষক এক মনোগ্রাহী তথ্যচিত্র। তথ্যচিত্রের পরিচালক ঋষিগোপাল বাবু বলেন – ১৯১১ সালে কলকাতায় কংগ্রেসের ২৬ তম অধিবেশনে রবীন্দ্রনাথের লেখা একটি গান নিয়ে তৎকালীন সংবাদমাধ্যম তথ্য বিকৃতি করেছিল। সেটাই এই তথ্যচিত্রে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

অধ্যক্ষ ড. গোস্বামী বলেন – আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ড. সবুজকলি সেনকে পেয়ে আমাদের কলেজ ধন্য। তার সৌজন্যে আমাদের ছাত্র-ছাত্রীরা আজ রবীন্দ্রনাথকে অন্যরূপে চিনতে পারবে। তিনি অন্যান্য বক্তাদেরও ভূয়সী প্রশংসা করেন। যে সমস্ত দেশনায়ক দেশের জন্য প্রাণ ত্যাগ করেছিলেন তাদের প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments