নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– রাস্তা অবরোধকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুরের ৮ নম্বর ওয়ার্ডে। শনিবার রাতে এলাকায় দুর্গন্ধ ছড়ানোর অভিযোগে ইস্পাতনগরী আশুতোষ মুখার্জী রোড অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এমনকি দুর্গাপুর নগর নিগমের পুরপ্রশাসক অনিন্দিতা মুখার্জী ঘটনাস্থলে পৌঁছলেও অবরোধ তুলতে রাজি হননি বিক্ষোভকরীরা। অবশেষে অরবিন্দ থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।
প্রসঙ্গত ৮ নম্বর ওয়ার্ডের আশুতোষ মুখার্জী রোড ইস্পাতনগরীর গুরুত্বপূর্ণ রাস্তাগুলির মধ্যে অন্যতম। এই রাস্তা ইস্পাত নগরীর সঙ্গে বেনাচিতি বাজারের যোগাযোগ রক্ষা করে। তবে স্থানীয়দের অভিযোগ এত গুরুত্বপূর্ণ একটি রাস্তা যেন বিভীষিকা। রাস্তার দুধার রীতিমতো ভাগাড়ে পরিণত হয়েছে। যেখানে নোংরা আবর্জানর স্তূপ তো রয়েইছে, পাশাপাশি ওই এলাকায় মরা পশু প্রাণী ফেলে যাওয়া হয়। মরা কুকুর বিড়াল থেকে শুকর ছাগল বাদ যায় না কিছুই। ফলে দুর্গন্ধে এলাকার বাসিন্দাদের বসবাস করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ প্রচন্ড দুর্গন্ধে অনেকেই অসুস্থও হয়ে পড়েন। বহুবার বিষয়টি নিয়ে প্রশাসন ও পুরসভার দৃষ্টি আকর্ষণ করা হলেও কাজের কাজ কিছু হয়নি। শুধু দুর্গন্ধই নয় গুরুত্বপূর্ণ এই রাস্তায় আলোরও কোনও ব্যবস্থা নেই। ফলে অন্ধকার নামলে রাস্তা রীতিমতো যমপুরীতে পরিণত হয় বলেও দাবি স্থানীয়দের।
এরই মধ্যে শনিবার কেউ বা কারা এলাকায় একটি মরা গরু ফেলে রেখে গেলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। প্রতিবাদে বিজেপির স্থানীয় যুবনেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে রাত থেকে আশুতোষ মুখার্জী রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। উপস্থিত ছিলেন বিজেপির ২ নম্বর মণ্ডলীর সহ সম্পাদক সুভাষ কয়ালও। অন্যদিকে অবরোধ ও বিক্ষোভের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান পুর প্রশাসক
অনিন্দিতা মুখার্জি। কিন্তু তার আশ্বাসেও অবরোধ তুলতে রাজি হননি বিক্ষোভকারীরা। পরে অরবিন্দ থানার পুলিশ গিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা। যদিও আশ্বাস মতো দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়ছেন স্থানীয়রা।