নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– হারিয়ে যাওয়া ভিন রাজ্যের মানসিক ভারসাম্যহীন ভবঘুরে এক ব্যক্তিকে তার পরিবারের হাতে তুলে দিয়ে মানবিকতার নজির গড়লেন দুর্গাপুরের দুই স্বেচ্ছাসেবী কর্মী সৌরভ আইচ ও অবন্তিকা শ্যাম রায়চৌধুরী। বুধবার পুলিশি সহায়তায় মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনা প্রসঙ্গে জানা যায় গত ১৭ ডিসেম্বর শীতের এক বিকেলে দুর্গাপুরের এনটিপিএস থানার অন্তর্গত মডার্ন হাইস্কুলের সামনে এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরেকে ঘোরাঘুরি করতে দেখেন সমাজকর্মী সৌরভ আইচ। শীতের হাত থেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে তিনি ওই ব্যক্তির নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেন। পাশাপাশি খবর দেন স্থানীয় থানায়। খবর দেন আরেক বিশিষ্ট সমাজসেবী অবন্তিকা শ্যাম রায় চৌধুরীকেও। অবশেষে জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওই ভবঘুরে ব্যক্তির নাম ধর্মেন্দ্র প্রধান, বাড়ি উত্তরপ্রদেশের মির্জাপুর জেলায়। এরপর দুই সমাজসেবক পুলিশি সহায়তায় উত্তরপ্রদেশে ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং বুধবার ব্যক্তির দাদা দুর্গাপুরে এসে ভাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান।
ভবঘুরে ওই ব্যক্তির দাদা জানান তার ভাই প্রায় দু বছর ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। বহু খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ভাইয়ের বাড়ি ফেরার আশা ছেড়ে দেন তারা। অবশেষে ভাইকে ফিরে পেয়ে খুশি দাদা দুর্গাপুরের দুই সমাজ কর্মীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করতে ভোলেননি।