eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের বিধাননগর ফাঁড়ির উদ্যোগে খেলা হবে’ দিবস উদযাপন

দুর্গাপুরের বিধাননগর ফাঁড়ির উদ্যোগে খেলা হবে’ দিবস উদযাপন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্য সরকারের উদ্যোগে বেশ কয়েক বছর ধরেই ১৬ অগস্ট দিনটি ‘খেলা হবে’ দিবস হিসেবে পালন করা হচ্ছে। এই দিনেই কলকাতায় ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী হয়েছিল ইডেন গার্ডেন্স। ১৯৮০ সালের সেই ঘটনার পরে এই দিনটিকে ‘ফুটবলপ্রেমী’ দিবস হিসাবে পালন করা হত। সেই দিনটিকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘খেলা হবে’ দিবস হিসাবে ঘোষণা করেন। যে দিনে রাজ্যের বিভিন্ন ক্লাব ও সংগঠন বিভিন্ন রকম ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করে থাকে।

সারা রাজ্যের পাশাপাশি এদিন দুর্গাপুর নিউ টাউনশিপ থানার অন্তর্গত বিধাননগর ফাঁড়ির পক্ষ থেকে “খেলা হবে” দিবস উদযাপন করা হয়। আয়োজন করা হয়েছিল এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতার। এদিনের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের ভারপ্রাপ্ত পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে বলেন, “খেলাধুলা আমাদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটায়। ফুটবল বাংলার মাটির শেকড়ে মিশে আছে। খেলা দিবসের মতো দিনে এই ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এসিপি সুবীর রায়, সিআই(এ) রণবীর কুমার বাগ, নিউ টাউনশিপ থানার ওসি নাসরিন সুলতানা এবং বিধাননগর ফাঁড়ির আইসি মিহির দে।

অন্যদিকে এদিনের ফুটবল প্রতিযোগিতা ঘিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। খেলা ঘিরে তৈরি হয়েছিল উৎসবের পরিবেশ। উদ্য়োক্তারা জানান ফুলবলের মতো দলবদ্ধ খেলা ভ্রাতৃত্বের আবহ তৈরি করে এক সমন্বয় পরিবেশ তৈরি করে। আগামী দিনেও এই ধরণের প্রতিযোগিতার আয়োজন করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments