eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর মহকুমা হাসপাতালে বাংলাদেশ সরকারের লোগো দেওয়া পোস্টার, বিতর্ক

দুর্গাপুর মহকুমা হাসপাতালে বাংলাদেশ সরকারের লোগো দেওয়া পোস্টার, বিতর্ক

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর মহকুমা হাসপাতালে দেখা মিলল বাংলাদেশ সরকারের লোগো দেওয়া পোস্টার। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতেই তড়িঘড়ি পোস্টারটি সরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত দুর্গাপুর মহকুমা হাসপাতালের আইসিইউ বিভাগের পাশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ইউনিসেফের ক্যাঙ্গারু মাদার কেয়ারের একটি পোস্টার সাঁটানো রয়েছে। তাতে সন্তানের জন্ম দেওয়ার পর মা কীভাবে তার পরিচর্যা করবেন সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। সেই পোস্টারেই রয়েছে বাংলা দেশ সরকারের লোগো। বিষয়টি প্রথম নজরে আসে হাসপাতালে চিকিৎসা করাতে আসা কিছু রোগী ও পরিজনদের। বিষয়টি জানাজানি হতেই বিতর্ক তৈরি হয়। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে খবর যেতেই তড়িঘড়ি পোস্টারটি সরিয়ে দেওয়া হয়।

হাসপাতাল সুপার ধীমান মণ্ডল জানান, হাসপাতালে রোগীদের সচেতনমূলক অনেক পোস্টার রয়েছে। তার মধ্যে ওই পোষ্টারটি কীভাবে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নজরে আসতেই সরিয়ে দেওয়া হয়েছে। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে বিষয়টি নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোড়ুই বিষয়টি নিয়ে সরব হন ও ঘটনায় তীব্র নিন্দা জানান। যদিও পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী দাবি করেন কেউ চক্রান্ত করে ওই ঘটনা ঘটিয়েছে। শান্ত বাংলাকে অশান্ত করতেই এই ধরণের কাজ কাজ করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments