নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কাজ বাড়লেও কমছে মজুরি! এমনই অভিযোগ তুলে বেসরকারি অনলাইন ডেলিভারি সংস্থার দুর্গাপুরের কর্মীরা বিক্ষোভে সরব হলেন। ডেলিভারি বন্ধ রেখে বিধাননগরে সংস্থার অফিসের সামনে ক্ষোভে ফেটে পড়েন ডেলিভারি কর্মীরা।
কর্মীদের অভিযোগ, ক্রমশ তাদের কাজের চাপ বাড়ছে। নূন্যতম ৯ ঘণ্টা কাজের সময় হলেও কখনও ১২ ঘণ্টা আবার কখনও ১৬ ঘণ্টা কাজ করানো হচ্ছে। এদিকে মজুরি কমে যাচ্ছে। পাশাপাশি নেই ইএসআই বা পিএফ-এর কোনো সুবিধা। ফলে চমর ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের। কিন্তু সেইসব দাবি বা অভিযোগ জানাতে গেলে নানা রকম ভাবে হুমকি দিচ্ছেন সংস্থার আধিকারিকরা। যদিও সংস্থার স্টোর ম্যানেজার বিকাশ কুমার যাদব, সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি জানান ডেলিভারি কর্মীরা আগেও যা মজুরি পেতেন বর্তমানেও সেই মজুরি পাচ্ছেন।
অন্যদিকে ডেলিভারি কর্মীদের বিক্ষোভের জেরে সংস্থার আধিকারিকরা শাটার নামাতে গেলে শাটার তুলে ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পরে নিউটাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।





