নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– উৎসবের মরশুমে ফের ডেঙ্গুর প্রকোপ দুর্গাপুরে। দুর্গাপুরের ৩১ নম্বর ওয়ার্ডে একাধিক ডেঙ্গু আক্রান্তের খবর মিলেছে।
উল্লেখ্য় এদিন সকালে দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্যকর্মীরা ওই ওয়ার্ডের নুনিয়া পাড়া এলাকায় খোঁজ খবর নিতে গেলে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন। এলাকাবাসীরা রীতিমতো জবাবদিহি চাইতে থাকেন ওই স্বাস্থ্য কর্মীদের কাছ থেকে। ঘটনাকে ঘিরে দুপক্ষের মধ্যে বচসা বেধে যায়। স্থানীয়দের অভিযোগ পৌরসভার সাফাই কর্মীরা যথা সময়ে এলাকা পরিষ্কার না করায় এলাকায় ডেঙ্গু ছড়াচ্ছে।
অন্যদিকে এই ইস্যুতে সরব হয়েছে বিরোধীরাও। নগরনিগম প্রশাসক মণ্ডলীকে তীব্র আক্রমন শানিয়েছে বিজেপি ও বামেরা। যদিও সাফাই না করার অভিযোগ অস্বীকার করেছেন প্রশাসক মণ্ডলীর সদস্য রাখী তেওয়ারি। তিনি পাল্টা দাবি করেন ডেঙ্গু নিয়ন্ত্রনে রাখতে নগর নিগম সব রকমভাবে প্রচেষ্টা চালাচ্ছে।