eaibanglai
Homeএই বাংলায়বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হলো গুসকরায়

বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হলো গুসকরায়

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরাঃ- গত তিন দশক ধরে নিজেদের সামাজিক দায়িত্ব পালন করে চলেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের গুসকরা শাখা। কখনো তারা ভেষজ আবির তৈরি করতে ব্যস্ত। কখনো বা মঞ্চের সদস্যদের দেখা যাচ্ছে কুসংস্কারের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে। এবার বিশেষজ্ঞদের পরামর্শ মেনে বিশ্বউষ্ণায়নের দাপট থেকে পরিবেশকে রক্ষা করতে তারা বৃক্ষরোপণের মত একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করল।

বৃক্ষরোপণের আদর্শ সময় হলো বর্ষা মরশুম। প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করে গত ১৬ ই জুলাই বৃক্ষরোপণের জন্য এগিয়ে আসে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের গুসকরা শাখার সদস্য বিষ্ণুপদ সিনহা, ডা. দীপঙ্কর বসু, বিল্বেশ্বর ভট্টাচার্য, সুশোভন কর্মকার এবং সংস্থার গুসকরা শাখার সম্পাদক অমল দাস সহ অন্যান্যরা। বৃক্ষরোপণের জায়গা হিসাবে বেছে নেওয়া হয় গুসকরা স্কুল মোড় সংলগ্ন প্রভাত মালিকের নিজস্ব বাগান। বৃক্ষরোপণের সময় প্রভাত বাবু নিজেও হাত লাগান। একে প্রায় চল্লিশটি চারাগাছ তারা রোপণ করেন। জানা যাচ্ছে খুব শীঘ্রই তারা গুসকরা মহাবিদ্যালয় চত্বরে আরও বেশ কিছু চারাগাছ রোপণ করবেন।

সংস্থার গুসকরা শাখার সম্পাদক অমল দাস বললেন- আমাদের লক্ষ্য গুসকরা ও তার আশেপাশের ফাঁকা জায়গায় আরও বেশি করে বৃক্ষরোপণ করা এবং একইসঙ্গে বৃক্ষরোপণের জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করা। পাশাপাশি বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আমরা সাধারণ মানুষকে অবহিত করার জন্য একটা কর্মসূচি গ্রহণ করার পরিকল্পনা করছি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments