সংবাদদাতা,কাঁকসাঃ– শুক্রবার ভোরে কাঁকসায় এক পথ দুর্ঘটনায় বন্ধ হয়ে যায় দু’নম্বর জাতীয় সড়কে যান চলাচল। দুর্ঘটনায় গুরুতর জখম হন এক মালবোঝাই ডাম্পারের চালক।
জানা গেছে এদিন ভোরে আসানসোলগামী একটি মালবোঝাই ছোট লরির পেছনে সজরে ধাক্কা মারে একটি মাল বোঝাই ডাম্পার। দুর্ঘটনাটি ঘটে কাঁকসার বিরুডিহা এলাকায় জাতীয় সড়কে। দুর্ঘটনায় গুরুতর জখম হন ডাম্পারের চালক। তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে পুলিশ। প্রাথমিক অনুমান ভোরের দিকে ডাম্পারের চালক ঘুমিয়ে পড়েছিলেন। যার জেরে দুর্ঘটনাটি ঘটে।
অন্যদিকে দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে কাঁকসা থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে জাতীয় সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।